৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

কটূক্তি ও অবুঝ মন্তব্যের জন্য কড়া শাস্তির মুখে পড়তে হল সন্ন্যাসীকে

High News Digital Desk:

নিজস্ব সংবাদদাতা :   শ্রীরামকৃষ্ণের যত মত তত পথ নিয়ে অপব্যাখ্যা এবং স্বামী বিবেকানন্দের আহারগত অভ্যাস নিয়ে কটূক্তি ও অবুঝ মন্তব্যের জন্য কড়া শাস্তির মুখে পড়তে হল সন্ন্যাসীকে। ক্ষোভ বাড়তে বিষয়টি চোখ এড়ায় না ইসকনের। তারা তড়িঘড়ি অমোঘ লীলার আচরণের জন্য দুঃখ প্রকাশ করে। শুধু তাই নয়, অমোঘ লীলাকে একমাসের জন্য নিষিদ্ধ করে ইসকন। তারা অমোঘ লীলাকে গোবর্ধনে ১ মাসের জন্য প্রায়শ্চিত্তে পাঠায় তারা।  অনেকেই বলছেন, শ্রীরামকৃষ্ণদেবের দার্শনিক চিন্তাধারার সামান্য অংশটুকুও বোধগম্য হয়নি ওই সন্ন্যাসীর। সেই কারণেই এরকম অপব্যাখ্যা করেছেন তিনি। অমোঘ লীলা তাঁর এই মন্তব্যের জন্য কর্তৃপক্ষের কাছে ক্ষমা চেয়েছেন বলে জানান, ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। শ্রীরামকৃষ্ণ-স্বামী বিবেকানন্দ বাঙালির কাছে আইকন।  অমোঘ লীলার বক্তব্যে অপমানিত হতে দেখে ক্ষুব্ধ গোটা বঙ্গসমাজ।

Scroll to Top