নয়াদিল্লি : কঙ্গনার সাম্প্রতিক বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া দিল কংগ্রেস। পাশাপাশি বিজেপিকেও তুলোধোনা করল তারা। কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথ (Supriya Shrinate) বলেন, ‘আমরা নিশ্চিত যে, স্বাধীনোত্তর ভারতবর্ষে এদেশের কৃষক সমাজকে এর আগে কেউ কখনও খুনি বা ধর্ষক বলেনি।’ সুপ্রিয়ার তোপ, ‘তিনি (কঙ্গনা রানাওয়াত) বিজেপির সাংসদ। বিজেপি নেতৃত্বই তাঁকে মনোনীত করেছে। এখন ‘সাংসদের মন্তব্য দলের মন্তব্য নয়’ বলে দায় এড়াতে পারে না বিজেপি। হয় দল থেকে তাঁকে বের করে দিক, নয়তো করজোড়ে ক্ষমা চাইতে বলুক। বিজেপিরও ক্ষমা চাওয়া উচিত।’
সম্প্রতি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত বলেন, ‘কৃষক আন্দোলনে লাশ পড়ে থাকত, ধর্ষণ হত।’ কঙ্গনা আরও বলেন, কৃষক আন্দোলনের নেপথ্যে সক্রিয় ছিল চিন-আমেরিকার মতো বিদেশি শক্তি, যেমনটা অধুনা বাংলাদেশে হয়েছে।
কঙ্গনা রানাওয়াতের মন্তব্য প্রসঙ্গে খড়্গহস্ত কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথ। সুপ্রিয়া উল্লেখ করেছেন, ‘তিনি (কঙ্গনা রানাওয়াত) বলেছেন যে, আমেরিকা ও চিন ভারতে অস্থিরতা তৈরি করছে। এ তো খুব গুরুতর বিষয়। কিন্তু সেই বিষয়ে কোনও ব্যাখ্যা নেই৷ দেশের প্রতিরক্ষা ও বিদেশ মন্ত্রকের কি এ’ বিষয়ে ব্যাখ্যা দেওয়া উচিত নয়?’
অর্থাৎ, বোঝাই যাচ্ছে, কঙ্গনা রানাওয়াতের আলটপকা মন্তব্য ঘিরে জাতীয় রাজনীতিতে আগামী বেশ কিছুদিন কংগ্রেস-বিজেপি দ্বৈরথ চলবে। এক্ষেত্রে মনে রাখা যেতে পারে, অতীতেও কঙ্গনা-সুপ্রিয়া সংঘাত যথেষ্ট বিতর্ক ও তিক্ততার জন্ম দিয়েছিল।