৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

কংগ্রেসের পদযাত্রা, মমতাকে বিঁধলেন অধীররঞ্জন

High News Digital Desk:

কলকাতা: আরজি কর হাসপাতালে নারকীয় হত্যাকাণ্ডে তদন্তকে কি বিভ্রান্ত করা হচ্ছে? অন্তত বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে? আর সেই অপপ্রয়াস চালানো হচ্ছে রাজ্য প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে? এবার প্রশ্নগুলো উঠতে শুরু করেছে কংগ্রেসের মিছিল থেকে। প্রশ্ন তুলছেন খোদ অধীররঞ্জন চৌধুরী।

আরজি কর হাসপাতালে চিকিৎসক-তরুণীর ধর্ষণ-খুনের প্রতিবাদে বৃহস্পতিবার পদযাত্রা কর্মসূচি কংগ্রেসের। পা মিলিয়েছেন নেতাকর্মী থেকে সমর্থকরা। পদযাত্রা থেকে স্লোগান, ‘জাস্টিস ফর আরজি কর।’

সংবাদ সংস্থা এএনআই (ANI)-কে প্রদেশ কংগ্রেসের অন্যতম নেতা অধীররঞ্জন চৌধুরী বলেন, ‘নিহতের পরিবার সহ রাজ্যবাসী সুবিচারের দাবি তুলেছেন। আমরা সেই স্বরেই স্বর মেলাচ্ছি মাত্র।’

সাংবাদিকের প্রশ্নের উত্তরে অধীররঞ্জন মুখ্যমন্ত্রীর সমালোচনতেও সরব হন। তাঁর দাবি, ‘ঘটনায় যথাযথ তদন্ত হোক, এটা চান না মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ, তাতে অনেক গোপন ব্যাপার সামনে চলে আসবে। তিনি সেটা হতে দিতে পারেন না। তাই ভুলভাল কথা বলে মানুষের মনোযোগ ঘুরিয়ে দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যবাসীর মনে ভয় ধরাতে চাইছেন তিনি। কিন্তু এই ঘটনায় প্রতিবাদ গণ আন্দোলনের রূপ নিয়েছে। মানুষ তাই আর ভীত হচ্ছে না।’

আরজি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার কলেজস্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত কংগ্রেসের পদযাত্রা কর্মসূচি ঘিরে শহরে লক্ষ করা গিয়েছে যথেষ্ট উৎসাহ-উদ্দীপনা।

Scroll to Top