৪ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২১ অক্টোবর ২০২৫
৪ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২১ অক্টোবর ২০২৫

ওয়েস্ট ইন্ডিজ বনাম নেদারল্যান্ডস ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্য়াচটি টাইয়ে শেষ হয়

High News Digital Desk:

ওয়েস্ট ইন্ডিজ বনাম নেদারল্যান্ডস ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্য়াচটি টাইয়ে শেষ হয়। শেষমেশ সুপার ওভারে ম্যাচের ফলাফল নির্ধারিত হয়। সোমবার হারারেতে প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে ৩৭৪ রান তোলে। পালটা ব্যাট করতে নেমে নেদারল্যান্ডস ৯ উইকেট হারিয়ে ৩৭৪ রানে আটকে যায়। সুপার ওভারে বাজিমাত করে নেদারল্যান্ডস। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৯ উইকেটে ৩৭৪ রান ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে নেদারল্যান্ডসের সর্বোচ্চ দলগত ইনিংস। নেদারল্যান্ডসের ৯ উইকেটে ৩৭৪ রান কোনও সহযোগী দেশের দ্বিতীয় সর্বোচ্চ দলগত ওয়ান ডে ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নেদারল্যান্ডসের ৯ উইকেটে ৩৭৪ রানের আগে এই নজির ছিল স্কটল্যান্ডের দখলে।ওয়েস্ট ইন্ডিজ বনাম নেদারল্যান্ডস ম্যাচে দুই ইনিংস মিলিয়ে মোট ৭৪৮ রান ওঠে। জিম্বাবোয়েতে আয়োজিত কোনও ওয়ান ডে ম্যাচের দুই ইনিংস মিলিয়ে এটিই সর্বোচ্চ রানের নজির।লোগান ভ্যান বিকের তোলা ৩০ রান আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সুপার ওভারে তোলা সব থেকে বেশি রানের রেকর্ড। আগের রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের দখলে। ২০০৮ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০ ম্যাচের সুপার ওভারে ২৫ রান তোলে তারা।ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচে তেজা নিদামানুরু ৬৮ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন। নেদারল্যান্ডসের হয়ে ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে কম বলে ওয়ান ডে সেঞ্চুরির ।

Scroll to Top