পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের শেষটিতে বৃহস্পতিবার নিউ জিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হয়েছিল। প্রথম চার ম্যাচের দুইটিতে জয় পেয়েছিল নিউ জিল্যান্ড, আর একটি ম্যাচ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। বাকি একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যায়। ফলে শেষ ম্যাচটি দুই দলের কাছেই ছিল গুরুত্বপূর্ণ। তবে শেষ ম্যাচটিতে জয় পেয়েছে নিউ জিল্যান্ড। তাতে ৫ ম্যাচের সিরিজটি ৩-১ ব্যবধানে জিতে নিয়েছে তাঁরা।
ডানেডিনে টস হেরে ব্যাটিংয়ে নেমে কিউইদের বোলিং তোপে ১৪০ রানে শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ২৬ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় কিউইরা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে রোস্টন চেজ ৩৮, রোমারিও শেফার্ড ৩৬ ও জেসন হোল্ডার ২০ রান করেন।
কিউই বোলারদের মধ্যে জ্যাকব ডাফি ছিলেন অসাধারণ। তিনি ৪ ওভারে ৩৫ রানের বিনিময়ে ৪ উইকেট নেন। জিমি নিশাম পান দুইটি উইকেট। আর একটি করে উইকেট পেয়েছেন জেমিসন, ব্রেসওয়েল, স্যান্টনার ও সোধি। আগামী রবিবার (১৬ নভেম্বর) থেকে এই দুই দলের ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচ।










