- ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনে সিরিজ ২-১ ব্যবধানে জিতল ভারত ২০০ রানে বিরাট জয় দলের
দ্বিতীয় ওয়ানডে-তে রোহিত বা বিরাট, কাউকে খেলাননি দ্রাবিড়। ভারত ম্যাচ হারে, সিরিজেও সমতায় ফিরে আসে। রোহিত-বিরাটকে দ্বিতীয় ওয়ানডে-তে খেলাননি যেমন, এদিনও খেলাননি। শুভমান গিল-ঈশান কিষান-হার্দিক পাণ্ডিয়ারও দেখিয়ে গেলেন, দ্রাবিড়ীয় সিদ্ধান্তে কোনও ভুল ছিল না। বরং তাঁরাও পারেন দুই মহাতারকার অনুপস্থিতিতে টিমকে টানতে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনে সিরিজ ২-১ ব্যবধানে জিতল ভারত। সিরিজের শেষ ম্যাচে ২০০ রানে বিরাট জয় দলের। প্রথমে ব্যাট করে ভারত পাঁচ উইকেটে ৩৫১ রান স্কোর করে। ওপেনিং জুটিতে ১৪৩ রান যোগ করেন ইশান কিষাণ ৬৪ বলে ৭৭ রান করেন ও শুভমান গিল ৯২ বলে ৮৫ রান করেন। পরে আক্রমণাত্মক ইনিংস খেলে যান অধিনায়ক হার্দিক ৫২ বলে ৭০ অপরাজিত, সঞ্জু স্যামসন ৪১ বলে ৫১ রান করেন ও সূর্যকুমার যাদব ৩০ বলে ৩৫ রান করেন। ঋতুরাজ গায়কোয়াড় ৮ রান করেন। জবাবে ১৫১ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ।মুকেশ কুমার তিন উইকেট নেন। চার উইকেট পান শার্দুল ঠাকুর। কুলদীপের ২ উইকেট। এই নিয়ে ভারত টানা ১৩ টি একদিনের সিরিজ জিতল ৷ প্রথম দুই ম্যাচে ভারতীয় ব্যাটিং লাইনআপ হলেও এদিন টপ এবং মিডিল অর্ডার প্রত্যেকেই রান পেয়েছেন। ব্যাটিংয়ের পাশাপাশি ভারতীয় বোলিং বিভাগ ও সফল। ২০০ রানে ক্যারিবিয়ানদের গুঁড়িয়ে ওয়ান ডে সিরিজ জয়ী ভারত। ম্যাচের সেরা হয়েছেন শুভমন।










