৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

ওয়াকফ আইন নিয়ে ফের ধুন্ধুমার জম্মু ও কাশ্মীর বিধানসভা, বিঘ্নিত সভার কাজকর্ম

High News Digital Desk:

ওয়াকফ আইন নিয়ে মঙ্গলবার ধুন্ধুমার কাণ্ডের সাক্ষী থাকল জম্মু ও কাশ্মীর বিধানসভা, বিঘ্নিত হয়েছে সভার কাজকর্ম। মঙ্গলবার পিডিপি কেন্দ্রীয় সরকারের কাছে ওয়াকফ সংশোধনী আইন বাতিলের আহ্বান জানিয়ে বিধানসভায় একটি নতুন প্রস্তাব পেশ করেছে। তুমুল হৈহট্টগোলের কারণে ৩০ মিনিটের জন্য সভা মুলতবি করা হয়েছে।

ন্যাশনাল কনফারেন্স বিধায়ক আলতাফ কালু মুলতুবি প্রস্তাব উত্থাপন করেন এবং বিধানসভায় বক্তব্য রাখার জন্য সময় চান, কিন্তু স্পিকার সাড়া দেননি। পিডিপি বিধায়ক ওয়াহিদ পারা এবং দলের অন্যান্য বিধায়করা কিছু কাগজপত্র দেখিয়ে সভার ওয়েলে পৌঁছন। এরপর তাদের বের করে দেওয়া হয়। এনসি নেতারা, যারা সভার ওয়েলে পৌঁছেছিলেন, তাঁরা জম্মু ও কাশ্মীর পিপলস কনফারেন্সের প্রধান সাজাদ লোনের সঙ্গে তর্ক-বিতর্ক শুরু করেন।

Scroll to Top