৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

ওয়াকফ আইন নিয়ে ফুঁসে উঠলেন মমতা

High News Digital Desk:

“আমাদের সম্পত্তি কেড়ে নেওয়ার অধিকার কারও নেই। অন্যের সম্পত্তি নেওয়ার অধিকার আমারও নেই।” নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বুধবার মহাবীর জয়ন্তীর অনুষ্ঠান থেকে নয়া ওয়াকফ আইন নিয়ে এভাবেই সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, “দিদি যতদিন আছে আপনাদের সম্পত্তি সুরক্ষিত।” বলেন, “গুলি করে মারলেও একতার পথ থেকে সরব না।” ঐক্যের বার্তা দিতে গিয়ে তিনি আশ্বস্ত করার চেষ্টা করে বলেন, “একতা দেশের শক্তি বৃদ্ধিতে সাহায্য করবে। বিভাজনে দেশ দুর্বল হয়ে পড়বে”।

প্রসঙ্গত, গত সপ্তাহেই সংসদে পাশ হয়েছে ওয়াকফ সংশোধনী বিল। রাষ্ট্রপতির অনুমোদনে তা এখন আইন। কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে বৈষম্যের অভিযোগে এই বিতর্কিত আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে মামলা। দেশের বিভিন্নপ্রান্তের মুসলিমরা প্রতিবাদে শামিল হয়েছেন। একই পরিস্থিতি পশ্চিমবঙ্গের একাংশে।

Scroll to Top