- ওডিআই বিশ্বকাপে প্রাক্তন অলরাউন্ডার অজয় জাদেজাকে মেন্টর হিসেবে নিয়োগ করল আফগানিস্তান ক্রিকেট বোর্ড
এবারের ওডিআই বিশ্বকাপের জন্য ভারতের প্রাক্তন অলরাউন্ডার অজয় জাদেজাকে মেন্টর হিসেবে নিয়োগ করল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। রশিদ খানদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সাহায্য করবেন জাদেজা। তাঁর অভিজ্ঞতার মাধ্যমে আফগানিস্তানের ক্রিকেটারদের ভালো পারফরম্যান্স দেখাতে সাহায্য করবেন ভারতের এই প্রাক্তন ক্রিকেটার। ১৯৯২, ১৯৯৬ ও ১৯৯৯ সালের বিশ্বকাপে ভারতীয় দলের ভরসা ছিলেন জাদেজা। মিডল অর্ডারে মহম্মদ আজহারউদ্দিনের সঙ্গে জাদেজার জুটি ভারতীয় দলকে অনেক ম্যাচ জিতিয়েছে। ১৯৯৬ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে বিস্ফোরক ব্যাটিং করেন জাদেজা। তাঁর সামনে অসহায় দেখায় পাকিস্তানের পেসার ওয়াকার ইউনিসকে। সেই ইনিংস ভারতীয় ক্রিকেটের ইতিহাসে ঠাঁই পেয়েছে। এবার সেই জাদেজাই আফগানিস্তানের ক্রিকেটারদের সঙ্গে কাজ করছেন। প্রায় আড়াই বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে গেলেও, মাঠ থেকে দূরে নেই অজয় জাদেজা। ২০১৫ সালে তাঁকে দিল্লি ক্রিকেট দলের প্রধান কোচ নিযুক্ত করা হয়। যদিও তিনি সেই দায়িত্ব থেকে অব্যাহতি নেন। আইপিএল-এর সম্প্রচারকারী চ্যানেলের হয়ে ম্যাচ বিশ্লেষণ করতে দেখা যায় জাদেজাকে। বিভিন্ন সর্বভারতীয় সংবাদমাধ্যমে ক্রিকেট বিষয়ক অনুষ্ঠানেও বিশেষজ্ঞ হিসেবে দেখা গিয়েছে জাদেজাকে। ফলে তিনি আধুনিক ক্রিকেটের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল। সেই কারণেই জাদেজাকে নিয়োগ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।