২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫
২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫

এসএসকেএম হাসপাতালে অস্ত্রোপচার হতে পারে মুখ্যমন্ত্রীর

High News Digital Desk:

নিজস্ব সংবাদদাতা :  শনিবার রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তার আগেই অস্ত্রোপচার হতে পারে মুখ্যমন্ত্রীর। পঞ্চায়েত নির্বাচনের জন্য গত কয়েকদিন আগে উত্তরবঙ্গে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়িতে সভা ছিল তাঁর। সেই সভা শেষ করে হেলিকপ্টারে বাগডোগরা ফেরার কথা ছিল মমতার। কিন্তু খারাপ আবহাওয়ার জন্য আচমকা দুর্ঘটনার কবলে পড়ে মুখ্যমন্ত্রীর চপার। সেই সময় মুখ্য়মন্ত্রীর হাঁটুতে এবং কোমরে চোট লাগে। কপ্টার কাণ্ডে চোট পাওয়ার পর তাঁর বাড়িতেই টানা ফিজিওথেরাপি চলেছে। কোমরে এবং বাঁ পায়ে আঘাত পেয়েছিলেন মমতা। বাঁ পায়ের হাঁটুতে জল জমেছে। সব ঠিকঠাক থাকলে তাঁর একটি ছোট অপারেশন হবে।অস্ত্রোপচারের জন্য বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে ভর্তি হবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Scroll to Top