৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে হার ভারতের জলে গেল শুভমান গিলের অনবদ্য শতরান

High News Digital Desk:
  • এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে হার ভারতের জলে গেল শুভমান গিলের অনবদ্য শতরান

এশিয়া কাপের সুপার ফোরের নিয়মরক্ষার ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে হার ভারতের। ব্যাটে-বলে টানটান লড়াইয়ের পর শেষ রক্ষা করতে পারল না টিম ইন্ডিয়া। বিফলে গেল শুভমান গিলের অনবদ্য শতরান। ২৬৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ২৫৯ রানে অলআউট হয়ে যায় ভারত। বাংলাদেশের বিরুদ্ধে দলে একসঙ্গে ৫ পরিবর্তন করার মাশুল দিতে হল কিনা ভারতকে সেই প্রশ্ন তুলছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সম্মান রক্ষার ম্যাচ ৬ রানে জিতে বাংলাদেশ।এশিয়া কাপ থেকে আগেই ছিটকে গিয়েছিলেন বাংলাদেশ। ভারতের কাছে তাই শুক্রবারের ম্যাচ নিয়মরক্ষার হলেও বাংলাদেশের কাছে তা ছিল সম্মানরক্ষার। তাই নিজেদের সবটুকু উজার করে দিয়েছিলেন মুস্তাফিজুররা। তারই পুরস্কার মিলল। বিদায়ী ম্যাচে বাংলার বাঘের মতোই মাঠ ছাড়লেন শাকিবরা। ১১ বছর আগে এশিয়া কাপে ঘরের মাঠে ভারতকে ধরাশায়ী করেছিল বাংলাদেশ। সেই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন শচীন। সেদিনও জয় অধরা ছিল। এদিন তাঁর উত্তরসূরি হিসেবে গিলেরও যেন আক্ষেপ থেকে গেল মনে মনে। তবে সেসব হতাশা ঝেড়ে ফেলে রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনালকেই পাখির চোখ করছে টিম ইন্ডিয়া।

Scroll to Top