- এশিয়া কাপের ফাইনালে ভারত
এশিয়া কাপের ফাইনালে ভারত। কলম্বোয় শ্রীলঙ্কাকে ৪১ রানে হারিয়ে এশিয়ার ফাইনালে খেলা নিশ্চিত করে ফেলল ভারত। টিম ইন্ডিয়ার ২১৩ রানের জবাবে মাত্র ১৭২ রানে গুটিয়ে গেল শ্রীলঙ্কা।চলতি এশিয়া কাপে এখনও পর্যন্ত একমাত্র অপরাজিত দল ভারত। পাকিস্তানের পর শ্রীলঙ্কাকেও হারিয়ে ফাইনালে পৌঁছে গেল ভারত। সুপার ফোর পর্যায়ে ২ ম্যাচ খেলে ৪ পয়েন্ট ভারতের। শ্রীলঙ্কা ও পাকিস্তান ২ পয়েন্ট করে পেয়েছে। ফলে বৃহস্পতিবার শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচে যে দল জিতবে, তাদের বিরুদ্ধেই ফাইনাল খেলবে ভারত। পাকিস্তান যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়, তাহলে এই টুর্নামেন্টে তৃতীয়বার ভারত-পাকিস্তান ম্যাচ হবে। আয়োজকরা সেটাই চাইবেন। ফের যদি ভারত-পাকিস্তান ম্যাচ দেখার সুযোগ পান, তাহলে ক্রিকেটপ্রেমীরাও খুশি হবেন।এই নিয়ে দশমবার এশিয়া কাপের ফাইনালে উঠল ভারত। ইতিমধ্যেই সাতবার চ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া।