৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫
৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫

এশিয়ান প্যারা গেমস-এও ভারতের জয়জয়কার

High News Digital Desk:
  • এশিয়ান প্যারা গেমস-এও ভারতের জয়জয়কার

গত মাসে চিনে আয়োজিত এশিয়ার গেমসে দুরন্ত পারফর্ম করেছেন ভারতীয় অ্যাথলিটরা। পদক জয়ের নিরিখে প্রথমবার সেঞ্চুরি পেরিয়েছে ভারত। এশিয়ান প্যারা গেমসেও সেই একই গতিতে ছুটছেন এ দেশের প্যারা অ্যাথলিটরা। গেমসের দ্বিতীয় দিনের শেষে ভারতের ঝুলিতে ৩৫টি পদক। এশিয়ান প্যারা গেমস-এও ভারতের জয়জয়কার। ডিসকাস থ্রো-এ সোনা রূপো দুই এল ভারতের ঝুলিতে। ৩৮.৫৬ মিটার থ্রো-এর মাধ্যমে নতুন রেকর্ডের পাশাপাশি স্বর্ণপদক জিতে নিয়েছেন ভারতের সোনার ছেলে নীরজ যাদব। এছাড়া ৪২.১৩ মিটার থ্রো-এর মাধ্যমে রৌপ্য জিতেছেন যোগেশ কাথুনিয়া। মুথুরাজা পুরুষদের ডিসকাস থ্রো-এ ৩৫.০৬ মিটার থ্রোতে ব্রোঞ্জ জিতেছেন। শুধু পদক জয়ই নয়, একাধিক নজিরও গড়েছেন প্যারা অ্যাথলিটরা। প্রথম ভারতীয় হিসেবে প্যারা ক্যানোয়ে সোনা জিতলেন প্রাচী যাদব। এর আগে সোমবার ক্যানোয়ের VL2 ক্যাটাগরিতে রুপো পেয়েছিলেন তিনি। X হ্যান্ডেলে প্রাচীর দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Scroll to Top