- এশিয়ান গেমসে প্রথম সোনা, শ্যুটিংয়ের হাত ধরে আসল সাফল্য
চলতি এশিয়ান গেমসের দ্বিতীয় দিন সকালে বড় সাফল্য পেল ভারত । ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনা জিতল দিব্যাংশ সিং পানওয়ার , রুদ্রাংশ বালাসাহিব ও ঐশ্বর্য প্রতাপ সিং তোমারের দল। নিখুঁত লক্ষ্যে পৌঁছে যায় ভারত৷ ভারতীয় শ্যুটার দিব্যাংশ সিং পানওয়ার, ঐশ্বর্য্য প্রতাপ সিং তোমার, রুদ্রঙ্কেশ বালাসাহেব পাটিলের ত্রয়ী মোট ১৮৯৩.৭ স্কোর নিয়ে সোনা জিতেছে। ভারত এই সোনা পাওয়ার সঙ্গে সঙ্গে এটি একটি বিশ্ব রেকর্ডও। এর আগে এই রেকর্ডটি ছিল ১৮৯৩.৩ পয়েন্টের, যা চিনের ছিল৷ এই ইভেন্টে রুপোর পদক জিতেছে দক্ষিণ কোরিয়া। চিনা শ্যুটাররা ১৮৮৮.২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান পেয়েছে৷ তিন ভারতীয়ই কিন্তু টিম ইভেন্টে দুরনম্ত পারফর্ম করেছেন। রুদ্রাংশ ৬৩২.৫ পয়েন্ট তুলেছেন। ঐশ্বর্য ৬৩১.৬ এবং দিব্য়াংশ ৬২৯.৬ তুলেছেন। তিন জনই যে দুরন্ত ফর্মে ছিলেন, সন্দেহ নেই। এতেই শেষ নয়, ১০ মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত ইভেন্টের ফাইনালেও উঠে পড়েছেন রুদ্রাংশ ও ঐশ্বর্য। ব্যক্তিগত ইভেন্ট থেকেও সোনা ফলাতে পারেন তাঁরা। আর তা যদি হয়, তা হলে দ্বিতীয় দিন ভারতের ঝুলিতে থাকবে আরও পদক। এ দিকে, সকালে রোয়িং থেকে এল আরও পদক। কক্সলেস ফোর ইভেন্ট থেকে ব্রোঞ্জ এনেছেন আশিস, ভীম সিং, জসবিন্দর সিং ও পুনীত কুমার। টিম ইভেন্ট সোনা জিতলেও ব্যক্তিগত বিভাগে বড় সাফল্য এল না। ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে সোনা জিতলেন চিনের লিহাও সেং। রুপো হাজুং পার্কের। আর ব্রোঞ্জ জিতলেন ঐশ্বর্য প্রতাপ। ব্যক্তিগত ইভেন্টে শুরুটা ভালো করলেও স্বপ্নপূরণ হল না ২২ বছরের শুটারের। চতুর্থ হলেন রুদ্রাংশ।










