৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

এশিয়ান গেমসে পুরুষদের হকির ফাইনালে পৌঁছে গেল ভারত

High News Digital Desk:
  • এশিয়ান গেমসে পুরুষদের হকির ফাইনালে পৌঁছে গেল ভারত

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে অসামান্য লড়াই করে এশিয়ান গেমসে পুরুষদের হকির ফাইনালে পৌঁছে গেল ভারত। সেমি-ফাইনালে ভারতের পক্ষে ম্যাচের ফল ৫-৩। এবারের এশিয়ান গেমসে ভারতীয় দল যে পারফরম্যান্স দেখাচ্ছে, তাতে সোনা জয় কঠিন হবে না বলেই মনে হচ্ছে। হরমনপ্রীত সিং, মনদীপ সিং, অভিষেক, ললিত কুমার উপাধ্যায়রা দেশকে সোনা জেতাতে তৈরি। এবারের এশিয়ান গেমসের বেশিরভাগ ম্যাচেই বড় ব্যবধানে জয় পেয়েছে ভারত। লড়াই করে জিততে হয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে। হরমনপ্রীতরা দেখিয়ে দিয়েছেন, তাঁরা কঠিন লড়াইয়ে জয় পেতে পারেন। ফলে ফাইনালের আগে আত্মবিশ্বাসী ভারত। এশিয়ান গেমসের সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলতে নেমে প্রথমদিকে ভারতেরই দাপট ছিল। ৫ মিনিটের মাথায় ভারতের হয়ে প্রথম গোলটি করেন হার্দিক সিং। মাত্র ৬ মিনিট পরেই আসে দ্বিতীয় গোল। ১৫ মিনিটের মধ্যেই তিনটি গোল করে ফেলে ভারতীয় দল। দ্বিতীয় কোয়ার্টার শুরুর পরেই দুরন্ত কামব্যাক করে দক্ষিণ কোরিয়া। তিন গোল খেয়ে পিছিয়ে থাকার পরেই পেনাল্টি কর্নার থেকে গোল শোধ হয়। মিনিট পাঁচেক ধরে দাপট দেখিয়ে দ্বিতীয় গোলও করে ফেলে দক্ষিণ কোরিয়া। পরপর দুই গোল খেয়ে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে মেন ইন ব্লুও। ম্যাচের তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে সেয়ানে সেয়ানে লড়াই হয় দুই দলের মধ্যে। শেষ পর্যন্ত ৫-৩ গোলে জয় পায় ভারত। ফাইনালে উঠে পদক নিশ্চিত করলেন হরমনপ্রীত সিংরা।

Scroll to Top