- এশিয়ান গেমসে নেপালকে হারিয়ে শেষ চারে টিম ইন্ডিয়া
এশিয়ান গেমসে কোয়ার্টার ফাইনালে ভারত বনাম নেপাল ম্যাচে এক প্রকার তাণ্ডব চালালেন যশস্বী জয়সওয়াল। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে ওপেন করতে নেমে মাত্র ৪৯ বলে ১০০ রান করেন তিনি। কোনও বোলার তাঁরমারের হাত থেকে রেহাই পাননি। শতরানের ইনিংসে যশস্বী মেরেছেন ৮টি চার এবং ৭টা বিরাট ছক্কা। মূলত তাঁর ব্যাটে ভর করে ২০ ওভারে ২০২ রান তোলে ভারত। নেপালকে ২৩ রানে হারিয়ে সহজেই সেমিফাইনালে পৌঁছায় ভারত। মঙ্গলবার অর্থাৎ ৩ অক্টোবর টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রুতুরাজ গায়কোয়াড় । এবং তাঁর সঙ্গে ক্রিজে আসেন যশস্বী। রুতুরাজ একটা দিক আগলে রাখলেও, যশস্বী শুরু থেকে চালিয়ে খেলতে থাকেন। আন্তর্জাতিক মঞ্চে আগমনের পর থেকেই নিজের জাত চিনিয়েছেন। সেই ধারাবাহিকতা চলতি এশিয়ান গেমসেও বজায় রাখলেন যশস্বী। অপেক্ষাকৃত দুর্বল নেপালের বিরুদ্ধে মারমুখী মেজাজে সেরে নিলেন টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথম শতরান। এবং একইসঙ্গে এই ভারতের সবচেয়ে তরুণ ব্যাটার হিসেবে ২০ ওভারের ফরম্যাটে শতরানের নজির গড়লেন এই বাঁহাতি ওপেনার। ২০৩ রান চেজ করে জেতা নেপালের পক্ষে সম্ভব ছিল। মঙ্গোলিয়ার বিরুদ্ধে একাধিক নজির গড়লেও, ভারতের বিরুদ্ধে এত রান তাড়া করা মুখের কথা নয়। আর সেটাই হল। কুশল ভুর্তাল ও কুশল মাল্লা আগ্রাসী মেজাজে শুরু করলেও খুব বেশিদূর এগোতে পারেননি। ভারতের দুই পেসার অর্শদীপ সিং ও আভেশ খান নিজের নামের প্রতি সুবিচার করতে না পারলেও, সাই কিশোর ও রবি বিষ্ণোইয়ের স্পিন ম্যাজিকের আত্মসমর্পণ করে নেপাল। রবি বিষ্ণোই ২৪ রানে ৩ এবং সাঁই কিশোর ২৫ রানে ১ উইকেট নিয়েছেন। ফলে ৯ উইকেটে ১৭৯ রানে আটকে যায় নেপাল। আর এই জয়ের সঙ্গে শেষ চারে জায়গা করে নিল ভারতীয় দল।