- এশিয়ান গেমসের তিরন্দাজিতে সোনা পেলেন ভারতের জ্যোতি
এশিয়ান গেমসে তৃতীয় সোনা ঘরেই তুলল জ্যোতি সুরেখা। মহিলাদের কম্পাউন্ড বিভাগে স্বতন্ত্রভাবে সোনা জয় করলেন জ্যোতি। এর আগে মহিলাদের কম্পাউন্ড বিভাগে দলগতভাবেও সোনা জিতেছেন তিনি। এই নিয়ে ১৯তম এশিয়ান গেমসে তৃতীয় সোনা জিতলেন তিনি। দক্ষিণ কোরিয়ার সো চাওনের বিরুদ্ধে জয়লাভ করেছেন জ্যোতি। এদিনের ম্যাচে ১১৯-১১৬ লিডে এগিয়েছিলেন ২৭ বছরের এই তরুণী। তৃতীয় রাউন্ডের শেষেও ৮৯-৮৭ নম্বরে এগিয়েছিলেন তিনি। দ্বিতীয় এবং প্রথম রাউন্ডেও যথাক্রমে ৫৯-৫৮ এবং ২৮-৩০ ব্যবধানে এগিয়েছিলেন ভারতের ‘সোনার মেয়ে’। মোটের উপর বলা যায়, এদিন শুরুর থেকেই চোখে পড়ার মতো পারফর্ম্যান্স ছিল জ্যোতির। চলতি এশিয়ান গেমসে এখন ভারতের মোট পদক সংখ্যা ৯৫। ২২টি সোনা, ৩৪টি রুপো ও ৩৯টি ব্রোঞ্জ জিতেছেন ভারতীয় ক্রীড়াবিদরা। পাশাপাশি পুরুষদের ক্রিকেটের ফাইনালে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। ফলে আরও একটি সোনার আশা বেড়েছে। এশিয়ান গেমসের ইতিহাসে প্রথমবার ১০০টি পদক পাওয়া নিশ্চিত হয়ে গিয়েছে। ২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসে ৭০টি পদক পেয়েছিল ভারত। সেটাই এতদিন এশিয়ান গেমসে সেরা সাফল্য ছিল। এবার সেই সাফল্যকে ছাপিয়ে গেলেন নীরজ চোপড়া, হরমনপ্রীত সিং, পারুল চৌধুরীরা। অ্যাথলেটিক্স, হকি, ক্রিকেট, স্কোয়াশ, উশু, ইকুয়েস্ট্রিয়ান-সহ বিভিন্ন ইভেন্ট থেকে পদক এসেছে। একই ইভেন্টে জোড়া পদকও পেয়েছে ভারত। সবমিলিয়ে এবারের এশিয়ান গেমস স্মরণীয় হয়ে থাকল।