৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

এয়ার ইন্ডিয়ার একাধিক বিমানের যাত্রা বাতিল

High News Digital Desk:

এয়ার ইন্ডিয়ার বেশ কিছু বিমানের যাত্রা বাতিল করা হল। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, রক্ষণাবেক্ষণ ও পরিচালনাগত কারণে তাদের ওই বিমানগুলির যাত্রা বাতিল করতে হয়েছে।

জানা গেছে, বাতিল করা হয়েছে দুবাই থেকে চেন্নাইগামী এআই ৯০৬, দিল্লি থেকে মেলবোর্নগামী এআই ৩০৮, মেলবোর্ন থেকে দিল্লিগামী এআই ৩০৯, দুবাই থেকে হায়দরাবাদগামী এআই ২২০৪, পুণা থেকে দিল্লি পর্যন্ত এআই ৮৭৪, আহমেদাবাদ থেকে দিল্লি পর্যন্ত এআই ৪৫৬, হায়দরাবাদ থেকে মুম্বইগামী এআই ২৮৭২ এবং চেন্নাই থেকে মুম্বইগামী এআই ৫৭১।

Scroll to Top