৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

এবার সিটের আতশকাচে সন্দীপ, এত পরে তদন্ত নিয়ে সরব বিরোধীরা

কলকাতা : আরজি করে চিকিৎসক খুনের ঘটনার মাঝেই এবার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করবে রাজ্য সরকার। সন্দীপের আমলে ওঠা অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে গঠন করা হল সিট (SIT)। তদন্ত কমিটিতে রয়েছেন ৪ জন সদস্য। নেতৃত্ব দেবেন আইজি প্রণব কুমার। সিটের অন্য তিনজন সদস্য হচ্ছেন ডিআইজি (মুর্শিদাবাদ) ওয়াকার রেজা, আইজি (সিআইডি) সোমা দাস মিত্র, ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়। এই কমিটি ২০২১ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ওঠা সবরকম অর্থনৈতিক অনিয়মের তদন্ত করবে। অর্থাৎ সন্দীপ ঘোষের আমল এখন সরকারের আতশকাচের নিচে।

সন্দীপ ঘোষ অধ্যক্ষ থাকাকালীন আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছিল বারবার। ২০২৩ সালে ডেপুটি সুপার (নন মেডিক্যাল) আখতার আলি ভিজিল্যান্সে চিঠি করে সন্দীপের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করেন। এছাড়াও স্বাস্থ্য ভবন সূত্রে খবর, সন্দীপের বিরুদ্ধে একাধিক অভিযোগ দফতরে জমা পড়েছিল আগে থেকেই। তবে প্রশ্ন, তাহলে এতদিন বাদে কেন সিট গঠন? সন্দীপের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত শুরুর আগে তাঁকে ন্যাশনাল ম্যাডিকেল কলেজে কেন বদলি করা হল? স্বাস্থ্য দফতর ও ভিজিল্যান্সের কাছে অভিযোগ জমার পরও কেন এত দিন চুপ ছিল সরকার?

সিট গঠনের পরই উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। বিরোধীদের অবশ্য অভিযোগ, সিবিআই তদন্তকে ধামাচাপা দিতেই এই সিট গঠন। দ্রুত তদন্ত করে একমাসের মধ্যে সরকারকে প্রথম রিপোর্ট জমা দেবেন তদন্তকারীরা।

Scroll to Top