সল্টলেকের সিজিও কমপ্লেক্সে গিয়েছেন রেশন বণ্টন দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দাদা দেবপ্রিয় মল্লিক| সোমবার সকালে বেশ কিছু নথিপত্র সহ তাঁকে ইডির দফতরে ঢুকতে দেখা গিয়েছে| রেশন বণ্টনে দুর্নীতির অভিযোগে বৃহস্পতিবার গভীর রাতে গ্রেফতার হন জ্যোতিপ্রিয় ওরফে বালু| তার আগে বৃহস্পতিবার সকালে তাঁর সল্টলেকের দুটি ফ্ল্যাটে চলে ম্যারাথন তল্লাশি| বর্তমানে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন জ্যোতিপ্রিয়| তাঁর স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট সোমবার আদালতে জমা দিতে হবে ইডিকে| জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতারের পর ইডির স্ক্যানারে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পরিবারের সদস্যদের ব্যাঙ্ক ডিটেলস চায় কেন্দ্রীয় তদন্ত কারী সংস্থা| রবিবার জ্যোতিপ্রিয়কন্যা প্রিয়দর্শিনীকে ডেকে পাঠানো হয়েছিল| ইডি সূত্রে খবর, তিনি তদন্তে সহযোগীতা করেছে| তদন্তকারীরা ব্যাঙ্কের অ্যাকাউন্ট খতিয়ে দেখেন| অ্যাকাউন্টে যে টাকা রয়েছে তা কোথা থেকে আসত, সূত্র কী সেসব বিষয় জানতে চান তদন্তকারীরা| ঘন্টাখানেক পর সেখান থেকে দেবপ্রিয় মল্লিক বেরিয়ে যান|










