এফ-১৬ যুদ্ধবিমান পাচ্ছে ইউক্রেন| তাহলে কি চিন্তা বাড়ল রাশিয়ার?
অবশেষে ইউক্রেনে এফ-১৬ যুদ্ধবিমান পাঠানোর অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র| ইউরোপে যুক্তরাষ্ট্রের দুই মিত্র দেশ ডেনমার্ক ও নেদারল্যান্ডস থেকে ইউক্রেনে এই যুদ্ধবিমান সরবরাহ করা হবে| ইউক্রেনীয় পাইলটদের এফ-১৬ চালানোর প্রশিক্ষণ শেষ হওয়ার সাথে সাথে এই যুদ্ধবিমান পাবে পূর্ব ইউরোপের এই দেশটি| শুক্রবার (১৮ অগাস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স| রয়টার্স বলছে, ওয়াশিংটন ডেনমার্ক এবং নেদারল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে, ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণ শেষ হওয়ার সাথে সাথে ইউক্রেনে এফ-১৬ যুদ্ধবিমান হস্তান্তরের অনুরোধের অনুমোদন দ্রুতগতিতে দেবে যুক্তরাষ্ট্র|
প্রসঙ্গত, রাশিয়ার সঙ্গে দেড় বছর ধরে চলা যুদ্ধে লাগাতার ড্রোন হানার মুখে পড়তে হচ্ছে ইউক্রেনকে| আগ্রাসী হয়েছে রুশ বিমানবাহিনীও| তাই দেশের আকাশপথ সুরক্ষিত করতে এবং পালটা মার দিতে দীর্ঘদিন ধরেই আমেরিকায় তৈরি এফ-১৬ ফাইটার জেট হাতে পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছিল কিয়েভ| অবশেষে তা ফলপ্রসূ হয়েছে| পাইলটদের প্রশিক্ষণ শেষ হওয়ার পরই ডেনমার্ক ও নেদারল্যান্ডস থেকে এই অত্যাধুনিক যুদ্ধবিমান পাবে ইউক্রেন| এর ফলে যুদ্ধে রাশিয়ার উপর চাপ অনেকটাই বাড়তে চলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা|
আমেরিকার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে নেদারল্যান্ডস| মাইক্রোব্লগিং এক্স-এ (টুইটার) দেওয়া এক পোস্টে নেদারল্যান্ডসের বিদেশমন্ত্রী ওপকে হোয়েক্সট্রা লেখেন, ইউক্রেনে এফ-১৬ যুদ্ধবিমান পাঠানোর পথ সুগম করতে ওয়াশিংটনের নেওয়া সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই| এখন আমাদের ইউরোপীয় মিত্রদের সঙ্গে বিষয়টি নিয়ে পরবর্তী আলোচনা করব|