৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

এনআরএস হাসপাতালে আগুন-আতঙ্ক ছড়িয়ে পড়ে

High News Digital Desk:

নিজস্ব সংবাদদাতা :  এনআরএস হাসপাতালে শনিবার সকালে আগুন-আতঙ্ক।  সকাল ৮টা ২০ মিনিট নাগাদ কার্ডিও বিভাগের অপারেশন থিয়েটারে কালো ধোঁয়া দেখতে পাওয়া যায়। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২টি ইঞ্জিন। দমকলকর্মীদের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। দমকলকর্মীরা পরিস্থিতি সামাল দেওয়ার সঙ্গে সঙ্গেই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে খবর দেওয়া হয়েছে সিইএসই-কেও। সিইএসই-র একটি প্রতিনিধি দলও হাসপাতালে আসছেন পরিস্থিতি খতিয়ে দেখতে। রোগী এবং রোগীর পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। হাসপাতাল থেকে বেরনোর জন্য রীতিমতো হুড়োহুড়ি শুরু হয়ে যায়। দূর দূরান্ত থেকে প্রচুর রোগী এখানে বহির্বিভাগে চিকিৎসা করাতে আসেন। অনুমান করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণেই এই ধোঁয়া। যদিও খুব বড়সড় কোনও ঘটনা নয়।

Scroll to Top