৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

একেরপর এক সদ্যোজাতকে খুন করেছিলেন এক নার্স| পুলিশের হাতে ধরালেন ভারতীয় বংশোদ্ভূত চিকিত্সক

High News Digital Desk:

একেরপর এক সদ্যোজাতকে খুন করেছিলেন এক নার্স| পুলিশের হাতে ধরালেন ভারতীয় বংশোদ্ভূত চিকিত্সক :

হাসপাতালেই খুন করেছেন পরপর সাত নবজাতক শিশুকে| এখানেই শেষ নয়| খুন করার চেষ্টা করেছিলেন আরও ছয় নবজাতককে| তবে শেষমেশ ধরা পড়েছে সে পুলিশের হাতে| নিওন্যাটাল বিভাগের শিশুদের খুনের অভিযোগে শুক্রবার গ্রেফতার করা হল সেই নার্সকে| ঘটনাটি ঘটেছে ব্রিটেনে| চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশজুড়ে|

নিওন্যাটাল ওয়ার্ডের দায়িত্বে থাকা ওই নার্সের কার‌্যকলাপ নিয়ে যারা প্রথম সন্দেহ প্রকাশ করেছিলেন, তাদের মধ্যে অন্যতম হলেন ভারতীয় বংশোদ্ভূত এক চিকিত্সক| ওই হাসপাতালেই পেডিয়াট্রিশিয়ান হিসাবে কাজ করতেন ডঃ রবি জয়ারাম নামক ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ চিকিত্সক| তিনি জানান, লুসি লেটবি নামক ওই নার্স সম্পর্কে আগেই উদ্বেগ প্রকাশ করেছিলেন| সেই সময় যদি তাঁর কথায় গুরুত্ব দেওয়া হত, তবে আরও কয়েকটি শিশুর প্রাণ বাঁচানো যেত| তাঁর কথায়, পুলিশ যদি আগে তত্পর হত, তা হলে ওই শিশুগুলির প্রাণ বেঁচে যেত|

যাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি লুসি লেটবি(৩৩)| ভারতীয় বংশোদ্ভূত ওই চিকিত্সক জানিয়েছেন, নার্সকে ঘিরে প্রথম সন্দেহ দানা বাঁধে ২০১৫ সালে| সে বছরের জুন মাসে তিন শিশুর মৃতু্য হয় হাসপাতালে| তার পরেই ওই নার্সের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে| বিষয়টি হাসপাতালের গোচরে আনেন রবি-সহ আরও কয়েক জন চিকিত্সক| ২০১৭ সালের এপ্রিল মাসে এই ব্যাপারে পুলিশের দ্বারস্থ হতে চিকিত্সকদের অনুমতি দেয় সে দেশের ন্যাশনাল হেলথ সার্ভিস| শুক্রবার গ্রেফতার করা হয় সেই নার্সকে| আগামী সোমবার এই মামলায় সাজা ঘোষণা করা হবে|

 

Scroll to Top