৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

একটি উইকেট নিয়ে দুটি কীর্তি গড়লেন বুমরাহ

High News Digital Desk:

আইপিএলে বুধবার রাতে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৪ ওভারে ৩৯ রান দিয়ে একটি উইকেট পান মুম্বই ইন্ডিয়ানস তারকা বুমরাহ। আর তাতেই স্বীকৃত টি-২০ ক্রিকেটে বুমরাহ স্পর্শ করলেন ৩০০ তম উইকেট। দ্বিতীয় ভারতীয় পেসার ও পেস-স্পিন মিলিয়ে দেশটির পঞ্চম বোলার হিসেবে ৩০০ বা তার বেশি উইকেটের কীর্তি গড়লেন তিনি। আগের ৪ জন হলেন ইউজবেন্দ্রা চাহাল (৩৭৩), পীযুষ চাওলা (৩১৯), ভুবনেশ্বর কুমার (৩১৮) ও রবিচন্দ্রন অশ্বিন (৩১৫)।

বুমরাহ ৩০০ উইকেটের ঠিকানায় পৌঁছলেন ২৩৭ ইনিংসে। পেসারদের মধ্যে তার চেয়ে দ্রুততায় এই মাইলফলক ছুঁতে পেরেছেন কেবল অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু টাই (২০৮ ইনিংস) ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা (২১৭ ইনিংস)। তবে একটি জায়গায় মালিঙ্গার পাশে বসলেন বুমরাহ। আইপিএলে মুম্বই ইন্ডিয়ানসের হয়ে সবচেয়ে বেশি উইকেটে নেওয়ার তালিকার চূড়ায় এখন যৌথভাবে এই দুজন। ২০০৯ থেকে ২০১৯ পর্যন্ত আইপিএলে মুম্বইয়ের হয়ে খেলে মালিঙ্গা ১৭০ উইকেট নেন ১২২ ইনিংসে। আর তাকে ছুঁতে বুমরাহর লাগল ১৩৮ ইনিংস।

Scroll to Top