৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫
৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫

একই ধাঁচে টানা চতুর্থ দিন, ফের সংঘর্ষ-বিরতি লঙ্ঘন পাকিস্তানের

High News Digital Desk:

দিনে চুপচাপ, আর রাত হলেই গুলি চালাচ্ছে পাকিস্তানি সেনাবাহিনী। পর পর ৪ দিন একই ধাঁচে হামলা চালাল পাকিস্তানি সেনা। এই নিয়ে পর পর ৪ রাত নিয়ন্ত্রণরেখায় অশান্তির পরিস্থিতি তৈরি হল। অভিযোগ, নিয়ন্ত্রণরেখার ওপার থেকে রাত হলেই অনবরত গুলি চালাচ্ছে পাক সেনা। পাল্টা জবাব দিয়ে চলেছে ভারতও। রবিবার রাতেও একই কাণ্ড ঘটিয়েছে পাকিস্তান।

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, ২৭ ও ২৮ এপ্রিল মধ্যবর্তী রাতে সীমান্তের ওপার থেকে নিয়ন্ত্রণরেখায় পাকিস্তান গুলিবর্ষণ করেছে। লক্ষ্য ছিল ভারতীয় সেনাঘাঁটি। তবে পাল্টা জবাব গিয়েছে এ পার থেকেও। পাকিস্তানি সেনা কুপওয়ারা ও পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর বিনা উস্কানিতে গুলিবর্ষণ শুরু করে। যোগ্য জবাব অবশ্য ফিরিয়ে দিয়েছেন ভারতীয় সেনার জওয়ানরা।

Scroll to Top