৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

এএফসি কাপে মাজিয়ার বিরুদ্ধে ২-১ গোলে জয় মোহনবাগানের, জেসন কামিংসের জোড়া গোল

High News Digital Desk:
  • এএফসি কাপে মাজিয়ার বিরুদ্ধে ২-১ গোলে জয় মোহনবাগানের, জেসন কামিংসের জোড়া গোল

এএফসি কাপে গ্রুপ ডি-র দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবকে ২-১ গোলে হারিয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট। জোড়া গোল করলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপার জেসন কামিংস। মাজিয়ার হয়ে একমাত্র গোল করেন টমোকি ওয়াডা। ২৮ মিনিটে প্রথম গোল করে সবুজ-মেরুনকে এগিয়ে দেন কামিংস। ৪৫ মিনিটে সমতা ফেরান টমোকি। শেষমুহূর্তে জয়সূচক গোল করেন কামিংস। তিনি এই ম্যাচে হ্যাটট্রিক করতে পারতেন। কিন্তু ৪১ মিনিটে পেনাল্টি নষ্ট করে সেই সুযোগ হারান। ৯০+২ মিনিটে কামিন্সের বাঁ পা গর্জে না উঠলে সোমবার হয়তো পয়েন্ট খোয়াতে হতো সবুজ-মেরুনকে। কিন্তু বিশ্বকাপার কামিন্স পার্থক্য গড়ে দিলেন। পেনাল্টি নষ্টের প্রায়শ্চিত্ত করলেন গোল করে। বিরতির পরে মোহনবাগান একাধিক সুযোগ তৈরি করে। শেষের দিকে একের পর এক বাগানের আক্রমণ মাজিয়ার পেনাল্টি বক্সে সুনামির মতো আছড়ে পড়লেও গোল আসছিল না। সবাই যখন ধরেই নিয়েছেন এই ম্যাচের খলনায়ক কামিন্স। পয়েন্ট নষ্ট হবে সবুজ-মেরুনের। ঠিক সেই সময়ে কামিন্স ম্যাজিক দেখালেন। তাঁর বাঁ পা মোহনবাগানকে জেতাল। এমন সময়ে তিনি গোলটি করলেন তখন আর ম্যাচে ফেরার সময় ছিল না মাজিয়ার। ৯০+২ মিনিটে কামিন্সের বাঁ পা গর্জে না উঠলে সোমবার হয়তো পয়েন্ট খোয়াতে হতো সবুজ-মেরুনকে এএফসি কাপে ওড়িশাকে হারানোর পরে মাজিয়া বধ মোহনবাগানের।

Scroll to Top