৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

এএফসি কাপে বাংলাদেশের বসুন্ধরা কিংসের কাছে ২-১ গোলে হার মোহনবাগানের

High News Digital Desk:
  • এএফসি কাপে বাংলাদেশের বসুন্ধরা কিংসের কাছে ২-১ গোলে হার মোহনবাগানের

এএফসি কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের বসুন্ধরা কিংসের কাছে ১-২ গোলে হেরে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। এর আগে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে হোম ম্যাচে বসুন্ধরার সঙ্গে ২-২ ড্র করেন  জেসন কামিংসরা। কিন্তু অ্যাওয়ে ম্যাচে তাঁরা হেরে গেলেন। এই হারের ফলে গ্রুপে দ্বিতীয় স্থানে নেমে গেল সবুজ-মেরুন। ৪ ম্যাচ খেলে বসুন্ধরার পয়েন্ট ৭। সবুজ-মেরুনও ৪ ম্যাচ খেলে ৭ পয়েন্ট পেয়েছে। কিন্তু গোলপার্থক্যে এগিয়ে থাকায় শীর্ষে বসুন্ধরা। ৪ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ওড়িশা এফসি। ৪ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে সবার শেষে মাজিয়া। বসুন্ধরার বিরুদ্ধে ম্যাচের শুরুটা দারুণভাবে করে মোহনবাগান সুপার জায়ান্ট। ১৭ মিনিটে ম্যাচের প্রথম গোল করে সবুজ-মেরুনকে এগিয়ে দেন লিস্টন কোলাসো। কিন্তু এরপরেই ম্যাচ থেকে হারিয়ে যায় মোহনবাগান সুপার জায়ান্ট। ৪৪ মিনিটে গোল করে বসুন্ধরাকে সমতায় ফেরান মিগুয়েল ফিগুয়েইরা। এরপর ৮০ মিনিটে জয়সূচক গোল করেন রবিনহো। ২৭ নভেম্বর ঘরের মাঠে এএফসি কাপের পরের ম্যাচে ওড়িশা এফসি-র মুখোমুখি হচ্ছে মোহনবাগান । সেই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর ১১ ডিসেম্বর অ্যাওয়ে ম্যাচে মাজিয়ার মুখোমুখি হবে সবুজ-মেরুন। সেটাই গ্রুপের শেষ ম্যাচ।

Scroll to Top