কলকাতা : বুধবার সাত-সকালে এক্সে (X) তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্ট। সেখানে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে আরজি কর হাসপাতালে নিহত নির্যাতিতার উদ্দেশে উৎসর্গ করার কথা লেখেন তিনি। বেলা গড়াতেই মমতার সেই পোস্ট পড়ল বিজেপির রোষানলে।
সকাল ৯টা ৭ মিনিটে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের এক্স (X) হ্যান্ডলে তৃণমূল সুপ্রিমার পোস্ট শেয়ার করে তীব্র কটাক্ষ হানেন। এই দিবসকে শুভেন্দু ‘অনুকরণ দিবস’ বলে বিদ্রূপ করেন। মমতার উদ্দেশে তিনি লেখেন, ‘অন্যান্য বিষয়ের মতো আজকের দিনটাও আপনি নিজের স্বভাবসিদ্ধ অভ্যাস মতো ‘চুরি’ করেছেন, যাতে মূল প্রতিষ্ঠাতাগণ যেমন প্রিয়দা ও সুব্রত দাদের কৃতিত্ব কেড়ে নেওয়া যায়।’
এছাড়া ‘বিগত ৯ বছর ছাত্র সংসদের নির্বাচন বন্ধ রাখা’ নিয়েও এক্সে তোপ দেগেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর আরও আক্রমণ, ‘ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের বিষয়ে আপনি কত চিন্তিত, সে আপনার আমলে শিক্ষা দফতরের দুর্নীতি, চাকরি বিক্রি, ভুল প্রশ্নপত্র, পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস করে দেওয়া, পার্থ চট্টোপাধ্যায়ের মতো মন্ত্রীর দ্বারা কোটি কোটি টাকা লুঠ করানো, ন্যায্য চাকরি প্রার্থীদের বছরের পর বছর পথে বসতে বাধ্য করা ইত্যাদি ঘটনার মধ্যে দিয়ে বোঝা যায়।’
শুধু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন, মমতার পোস্ট প্রসঙ্গে আক্রমণ শানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। তাঁর তীব্র সমালোচনা, ‘বাংলার মুখ্যমন্ত্রীর লজ্জা লাগে না, তিনি বড় বড় কথা বলছেন। তাঁর জন্য যে নির্যাতিতা মারা গেলেন, তাঁর পুলিশের জন্য যে নির্যাতিতা বিচার পাচ্ছেন না – সমস্ত তথ্যপ্রমাণ লোপাট করে দিয়েছে, আজকে তিনি তাঁর ছাত্র সমাবেশ সেই নির্যাতিতার নামে উৎসর্গ করার কথা বলছেন! এ তো জুতো মেরে গরু দান!’ ক্ষুব্ধ সুকান্ত মজুমদারের মন্তব্য, ‘আপনার এরকম উৎসর্গ চায় না বাংলার মানুষ।’







