৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫
৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫

উয়েফা নেশন্স লিগ: ফ্রান্সকে হারিয়ে এগিয়ে রইল ক্রোয়েশিয়া

High News Digital Desk:

ঘরের মাঠে বৃহস্পতিবার রাতে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ২-০ গোলে জিতল ক্রোয়েশিয়া ফ্রান্সের বিরুদ্ধে। এই দারুণ জয়ে উয়েফা নেশন্স লিগের সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে এগিয়ে রইল ক্রোয়াটরা। রবিবার প্যারিসে ফিরতি লেগে আবার মুখোমুখি হবে এই দুই দল।

স্বাগতিকদের জয়ের নায়ক ছিলেন ফরওয়ার্ড ইভান পেরিসিচ। তিনি গোল করান ও করেন। ২৬ মিনিটে পেরিসিচের ক্রসে হেডে দলকে এগিয়ে নেন আন্তে বুদিমির। প্রথমার্ধের যোগ করা সময়ে বুলেট গতির শটে ব্যবধান দ্বিগুণ করেন পেরিসিচ।

পুরো ম্যাচে গোলের ১৬টি শট নিয়ে ৬টি লক্ষ্যে রেখেছিল ফ্রান্স। আর ক্রোয়েশিয়ার ৮ শটের মধ্যে ৪টি শট ছিল লক্ষ্যে।

Scroll to Top