৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

উপনির্বাচনে প্রার্থী ঘোষণা ঘাসফুলের, বাগদায় নতন মুখে ভরসা

High News Digital Desk:

আগামী ১০ জুলাই রাজ্যের ৪ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন| মানিকতলার প্রার্থী হিসাবে আগেই সুপ্তি পাণ্ডের নাম জানা গিয়েছিল তৃণমূল সূত্রে| শুক্রবার সকালে তৃণমূলের তরফে প্রকাশ করা হল প্রার্থী তালিকা| মানিকতলা কেন্দ্রে প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তিকেই প্রার্থী করা হয়েছে| বাকি তিন বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের নামও জানিয়ে দিয়েছে রাজ্যের শাসকদল|
রায়গঞ্জে প্রার্থী হচ্ছেন ওই বিধানসভা কেন্দ্রেরই প্রাক্তন বিধায়ক কৃষ্ণ কল্যাণী| রানাঘাট দক্ষিণ কেন্দ্রে প্রার্থী হচ্ছেন প্রাক্তন বিধায়ক মুকুটমণি অধিকারী| বাগদা কেন্দ্রে নতন মুখের উপর ভরসা রাখল তণমূল| প্রার্থী করা হল মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুরকে| ২০২১ সালের বিধানসভা ভোটে রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসাবে জয়ী হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী এবং মুকুটমণি অধিকারী| পরে তাঁরা তৃণমূলে যোগ দেন| ২০২৪-এ নির্বাচনে কৃষ্ণ কল্যাণীকে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র ও মুকুটমণিকে রানাঘাট কেন্দ্র থেকে প্রার্থী করেছিল তণমূল| কিন্তু সেই দুই কেন্দ্রেই জয়ী হয় বিজেপি| তবে লোকসভা ভোটে জিততে না পারলেও দলবদলু ২ নেতার উপরেই বিধানসভা উপনির্বাচনে ফের ভরসা রাখল তৃণমূল| তাই ছেড়ে দেওয়া আসনে ফের প্রার্থী হচ্ছেন কৃষ্ণকল্যাণী এবং মুকুটমণি|
উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে কলকাতার মানিকতলা কেন্দ্রে জয়ী হয়েছিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা সাধন পাণ্ডে| রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে মারা যান| কিন্তু তারপর দীর্ঘ দিন মানিকতলা বিধায়কহীন থাকলেও সেখানে উপনির্বাচন হয়নি| কারণ, গত বিধানসভায় এই কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে কলকাতা হাই কোর্টে ইলেকশন পিটিশন দাখিল করেছিলেন| সম্প্রতি সেই আইনি জটিলতা কেটে যায়| গত মঙ্গলবার নবান্নে মানিকতলার নেতাদের সঙ্গে বৈঠক করে প্রার্থী হিসাবে সুপ্তি পাণ্ডের নামেই যে সিলমোহর পড়তে চলেছে, তা ৱুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়|
৪ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে শুক্রবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২১ জুন| ২৬ জুন নাম প্রত্যাহারের শেষ দিন| ১০ জুলাই হবে ভোট গ্রহণ| ফলাফল ১৩ জুলাই| বিরোধীদের আগে এবার উপনির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে শাসক দল| লোকসভা নির্বাচনের মতো উপনির্বাচনেও নিজেদের আধিপত্য তণমূল বজায় রাখতে পারে কিনা, এখন সেটাই দেখার|

Scroll to Top