৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

উপনির্বাচনেও এআই-চালিত ওয়েব কাস্টিং

High News Digital Desk:

বাংলার ৪ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন নিয়ে এরই মধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন| রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা ও মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করার জন্য বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে কমিশন সূত্রে খবর|

রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ ও মানিকতলা কেন্দ্রের প্রতিটি ৱুথে ৩ জন করে জওয়ান মোতায়েন করার পরিকল্পনা রয়েছে| বাগদা কেন্দ্রে ৱুথ পিছু ২ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রাখার কথা ভাবা হচ্ছে|

সব মিলিয়ে, রায়গঞ্জে ১২ কোম্পানি, রানাঘাট দক্ষিণে ১৫ কোম্পানি, বাগদায় ১৬ কোম্পানি ও মানিকতলা কেন্দ্রে ১২
কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে| প্রতিটি বিধানসভায় ১ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী স্ট্রং রুমের নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন থাকবে|

লোকসভা নির্বাচনের মতোই উপনির্বাচনেও প্রতিটি ৱুথে এআই-এর সাহায্যে পরিচালিত ওয়েব কাস্টিংয়ের ওপরই ভরসা করছে নির্বাচন কমিশন| কমিশন সূত্রে খবর, ৪ বিধানসভা কেন্দ্রের ১০৯৭টি ৱুথেই হবে ওয়েব কাস্টিং| ৱুথের আশপাশে কোনও স্থানই যাতে ক্যামেরার আওতার বাইরে না থাকে, সে ব্যাপারে সচেষ্ট জাতীয় নির্বাচন কমিশন| একটি ৱুথে সর্বাধিক কতজন মানুষ থাকতে পারবেন, সেই সংখ্যা ১০ থেকে বাড়িয়ে ১৫ বা ২০ করা হতে পারে|

Scroll to Top