ঝাঁ চকচকে পুলিশ ফাঁড়ি| কিন্তু কোনও কাজ হয় না| এলাকাবাসীর সমস্যা হলে, দৌড়তে হয় ৩ কিলোমিটার দূরে| দক্ষিণ দিনাজপুরের ৱুনিয়াদপুর এলাকায় এমন অব্যবস্থায় ক্ষুব্ধ স্থানীয়রা|
আছে পাকা টাইলস বসানো ঘর, অফিসার রুম, অফিস রুম, স্টাফ রুম, পর্যাপ্ত জল, আলো-পাখা, চেয়ার টেবিল, টেলিফোন| রয়েছেন জনা চারেক সিভিক ভলান্টিয়ারও| শুধু নেই কোনও পুলিশ অফিসার| দক্ষিণ দিনাজপুর জেলার ৱুনিয়াদপুর পুলিশ ফাঁড়ির দৃশ্যটা ঠিক এমনই| দিন হোক বা রাতবিরেত, এলাকায় কোনও সমস্যা হলে মানুষকে ছটতে হয় ৩ কিলোমিটার দূরে, বংশীহারি থানায়| যা নিয়ে এলাকাবাসী ক্ষুব্ধ| তাঁদের অসহায় উপলব্ধি, পুলিশ আসতে আসতে তো অপরাধীই পালিয়ে যাবে!
৩ শিফ্টে কাজ করেন ২ মহিলা ও ২ পুরুষ সিভিক ভলান্টিয়ার| ফাঁড়ির ভিতরে তাঁরা থাকলেও, বাইরে থেকে দেখে মনে হয়, ভিতরে কেউ নেই| এনিয়ে ৱুনিয়াদপুর থেকে কিলোমিটার তিনেক দূরের বংশীহারি থানার আইসি দীপাঞ্জন ভট্টাচার্যর সাফাই – ভোটের জন্য অফিসাররা বাইরে আছেন| কিছদিন পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে|
এলাকাবাসীর দাবি মেনে চলতি বছরের ৭ অগস্ট ৱুনিয়াদপুর পুলিশ ফাঁড়ির উদ্বোধন হয়| ফিতে কেটে উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র| এত ঘটা করে উদ্বোধনের পর আজ এমন হাল পুলিশ ফাঁড়িটির| পরিস্থিতি না পাল্টালে বড়সড় বিক্ষোভের মুখে পড়তে পারে প্রশাসন|










