২১ কার্তিক ১৪৩২ শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫
২১ কার্তিক ১৪৩২ শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫

উদ্ধার সদ্যোজাত কন্যা শিশু

High News Digital Desk:

চুঁচুড়া লেলিন নগর বাড়ির পাশে পরিত্যক্ত ডোবা থেকে উদ্ধার সদ্যোজাত শিশুকন্যা| স্থানীয় বাসিন্দারা ওই শিশুকে উদ্ধার করে চিকিত্সার জন্য নিয়ে যান চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে| সেখানেই শিশু বিভাগে চিকিত্সাধীন রয়েছে ওই সদ্যোজাত| ঘটনাস্থলে পৌঁছয় চুঁচুড়া থানার পুলিশ| স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে লেলিন নগর এলাকায় একটি পরিত্যক্ত ডোবা আশপাশে কান্নার আওয়াজ শুনতে পান স্থানীয়রা| ডোবার কাছে গিয়ে খোঁজাখুঁজি করতেই ঘাসপাতার আড়াল থেকে দেখা যায় সদ্যোজাত কন্যাসন্তানকে| তবে কে বা কারা শিশুটিকে ফেলে রেখে গিয়েছে, তা তদন্ত করে দেখছে চুঁচুড়া থানার পুলিশ|

Scroll to Top