৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

‘উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার,’ সংবাদমাধ্যমকে একহাত পুলিশ কমিশনারের

High News Digital Desk:

কলকাতা : আরজি কর হাসপাতাল চত্বরে চরম বিশৃঙ্খলা সামাল দিতে ঘটনাস্থলে সক্রিয় হন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পর, সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। রীতিমতো ক্ষোভ উগরে দিতে দেখা যায় পুলিশ কমিশনারকে। সংবাদমাধ্যমকে নিশানা করে ক্ষুব্ধ বিনীত গোয়েল বলেন, ‘যা ঘটছে, তাতে আমি অত্যন্ত ক্রুদ্ধ। আমরা কোনও ভুল করিনি। সামাজিক মাধ্যম ও সংবাদমাধ্যমের উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে কলকাতা পুলিশের প্রতি আস্থা হারিয়েছেন সাধারণ মানুষ। আমরা কখনও বলিনি, এটা কোনও একজন-মাত্র অপরাধীর কাজ। আমরা বলেছিলাম, আমরা যথাযথ প্রমাণের অপেক্ষা করছি, সেটা হাতে পাওয়া সময়সাপেক্ষ।’

নিজেদের পক্ষে সাওয়াল করে রাতেই নগরপাল গলা চড়ান, ‘কলকাতা পুলিশ তদন্তে নেমে কী করেনি? এই ঘটনায় পুলিশ সবকিছু করেছে। সবটাই আমার নির্দেশে হয়েছে। তদন্তের কিনারা করতে, সাক্ষ্যপ্রমাণাদি সংগ্রহ করতে পুলিশ দিনরাত কাজ করেছে। তারা অকাট্য সব প্রমাণ সংগ্রহ করেছে। মূল অভিযুক্ত গ্রেফতার হয়েছে। আমরা চেষ্টা করেছি নিহত নির্যাতিতার পরিবারকে স্বচ্ছতার সঙ্গে সবরকম ভাবে সন্তুষ্ট করতে।’

বিনীত গোয়েলের সক্ষোভ অভিযোগ, ‘ক্রমাগত রটনা ছড়ানো হয়েছে যে, ঘটনায় বিশেষ রাজনৈতিক দলের কোনও এক ‘মহাপাত্র’ জড়িত। আমরা খোঁজ নিয়ে দেখেছি, রটনার সেই ‘মহাপাত্র’ খুব ছোট্ট একটা জায়গা থেকে আসা একজন ইন্টার্ন। তাঁর বাবা প্রাথমিক স্কুলের শিক্ষক। রাজনীতির সঙ্গে ওই পরিবারের কোনও যোগ নেই। মানুষ এই ধরনের রটনা ছড়াচ্ছেন। ওই ইন্টার্ন বলেছেন, তাঁর কিছু বন্ধু চিকিৎসকও ছড়াচ্ছেন রটনা। এটা মর্মান্তিক।’

সংবাদমাধ্যমকে দেওয়া কলকাতা পুলিশ কমিশনারের বক্তব্য, ‘কেবল রটনার ভিত্তিতে আমি কোনও পড়ুয়াকে গ্রেফতার করতে পারি না। সেটা আমার বিবেক-বিরুদ্ধ কাজ। সংবাদমাধ্যমের চূড়ান্ত চাপের মধ্যেও আমরা তা-ই করেছি, যা যথাযথ। এখন তদন্তের দায়িত্ব আমাদের হাত থেকে চলে গিয়েছে। আমরা তা নিয়ে কিচ্ছু বলিনি। এখন তদন্ত করছে সিবিআই। তাদের সবরকম সাহায্য করতে আমরা তৈরি।’

সংবাদ মাধ্যমের সামনে যথেষ্ট উত্তেজিত হতে দেখা গেল পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে। জোর গলায় তিনি বলেছেন, ‘আমরা কাউকেই আড়াল করার চেষ্টা করিনি। যেকোনও দিন যদি সিবিআই এটা প্রমাণ করতে পারে যে, আমরা কাউকে আড়াল করতে চেষ্টা করেছি বা কোনও তথ্যপ্রমাণ নষ্ট করতে চেয়েছি, দোষ ও দায় স্বীকার করে নেব।’ বিনীত গোয়েলের উক্তি, ‘আমরা দায়িত্বে থাকা বাহিনী। এভাবে আমরা কিছু নষ্ট করতে পারি না। তবু অপপ্রচার চলছে তথ্যপ্রমাণ নষ্টের।’ এরপরই দৃশ্যত রুষ্ট পুলিশ কমিশনারের প্রশ্ন, ‘কোন প্রমাণ-সামগ্রী নষ্ট করেছি আমরা?’

Scroll to Top