৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

উত্তাল রাজ্য, দিল্লির দরবারে রাজ্যপাল সিভি আনন্দ বোস

নয়াদিল্লি : আরজি কর কাণ্ডের প্রতিবাদে সোচ্চার রাজ্যবাসী। দল-মত নির্বিশেষে মানুষ রাস্তায় নেমেছেন সুবিচারের আশায়। আন্দোলন ছড়িয়ে পড়েছে সর্বস্তরে। এই আবহে রাজ্যপাল সিভি আনন্দ বোস মঙ্গলবার পৌঁছলেন রাজধানীতে। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করবেন তিনি। তাঁকে জানাবেন রাজ্যের সামগ্রিক পরিস্থিতি। রাজ্যপালের দেখা করার কথা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

এর আগে আরজি কর কাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাজ্যপাল। রাজ্যের কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছেন তিনি। সামগ্রিক পরিস্থিতিতে কোন কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে, কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের কাছে তাও জানতে চেয়েছেন তিনি। আচার্য হিসেবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং মেডিক্যাল কলেজের সুপারদের সঙ্গেও বৈঠক করেছিলেন সিভি আনন্দ বোস। বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়েও তিনি আলোচনা করেছিলেন। সব মিলিয়ে রাজ্যপালের বর্তমান দিল্লি-সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

রাজ্যপালের দিল্লি-সফরের মধ্যেই চলছে প্রতিবাদ। মঙ্গলবার বিভিন্ন ট্রেড ইউনিয়নের তরফে রাস্তা দখলের ডাক দেওয়া হয়েছে। আরজি করে তরুণী চিকিৎসক হত্যার প্রতিবাদে নজিরবিহীনভাবে যৌথ সাংবাদিক সম্মেলনের ডাক দিয়েছে ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মোহামেডান স্পোর্টিং। ‘লালবাজার চলো’ ডাক দিয়েছে কংগ্রেস। আজই সুপ্রিম কোর্টে জরুরি ভিত্তিতে হয়েছে শুনানি। সব মিলিয়ে ঘটনার ১০ দিন পরেও তরুণী চিকিৎসকের বীভৎস হত্যালীলায় উত্তাল গোটা দেশ।

Scroll to Top