দশম আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে দিল্লি বিশ্ববিদ্যালয়ে এলেন না কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান| শুক্রবার দিল্লি বিশ্ববিদ্যালয়ে যোগ দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল| সেখানে প্রধান অতিথি হিসেবে আসার কথা ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের| কিন্তু অনুষ্ঠান শুরুর আগে, কালো পতাকা হাতে অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা অন্যান্য পড়ুয়াদের সঙ্গে নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন| নিট কেলেঙ্কারি ও নেটে অস্বচ্ছতার প্রতিবাদে সোচ্চার হতে দেখা যায় তাঁদের| আইসার চাঁছাছোলা তোপ, দুর্নীতিবাজ উদ্ধত শিক্ষামন্ত্রীর উপস্থিতি বিশ্ববিদ্যালয়ে আদৌ অভিপ্রেত নয়| এমতাবস্থায় বিক্ষোভকারীদের কাছে খবর আসে, অনুষ্ঠানে আসছেন না কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী| অন্তিমত পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে ধর্মেন্দ্র প্রধানের অনুপস্থিত থাকার সিদ্ধান্তকে নৈতিক জয় হিসেবে দেখছে আইসা| তাদের দাবি, নিট কেলেঙ্কারি ও ইউজিসি নেটে বিপুল দুর্নীতি পুরোপুরি স্পষ্ট হয়ে গিয়েছে| এই অবস্থায় সংবাদ মাধ্যমকে দেওয়া শিক্ষামন্ত্রীর যাবতীয় অজুহাত ও জুমলা একেবারেই যথেষ্ট নয়| অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশন চায়, সমস্ত দুর্নীতির দায় স্বীকার করে পদত্যাগ করুন ধর্মেন্দ্র প্রধান| আইসার স্পষ্ট দাবি, অবিলম্বে ছেঁটে ফেলা হোক ন্যাশনাল টেস্টিং এজেন্সি | এমন তীব্র ছাত্র-বিক্ষোভের মধ্যে দিল্লি বিশ্ববিদ্যালয়ে যোগাসনের অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর না আসা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ | নিট ও নেটের অস্বচ্ছতা যে আগামী দিনেও তাঁর অস্বস্তির কারণ হতে চলেছে, তা বলাই যায় |









