উত্তর চিনের হেবেই প্রদেশে একটি নার্সিংহোমে আগুন লেগে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে চিনের রাজধানী বেজিং থেকে প্রায় ১৮০ কিলোমিটার উত্তর-পূর্বে লংহুয়া কাউন্টির একটি নার্সিং হোমে আগুন লাগে। বুধবার সকালে দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অগ্নিকাণ্ডে ২০ জনের মৃত্যু হয়েছে। আগুন লাগার পর নার্সিংহোমের অন্যান্য বয়স্ক রোগীদের আরও পর্যবেক্ষণ এবং চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাতে কীভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি।
