৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়ল হাতি, ছড়িয়েছে আতঙ্ক

High News Digital Desk:

এবার বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়ল হাতি। হাতির আগমনে আতঙ্ক ছড়িয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। শুক্রবার রাতেই একটি হাতিকে ক্যাম্পাসে ঘুরে বেড়াতে দেখেন পড়ুয়ারা। খবর পেয়ে শনিবার ভোরেই বাগডোগরা থেকে বিশ্ববিদ্যালয়ে যায় বন দফতরের একটি দল।

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় লাগোয়া ঘন জনবসতি রয়েছে। আপাতত বন কর্মীদের নজরদারিতে রয়েছে দাঁতালটি। রাতে তাকে জঙ্গলে ফেরানো হবে বলে জানা গিয়েছে। শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অতিথিশালার সামনে প্রথমে হাতিটিকে দেখেন নিরাপত্তাকর্মীরা। রাতভর ক্যাম্পাসের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছোটাছুটি করে বেড়ায় হাতিটি। বাগডোগরা লাগোয়া জঙ্গল থেকে হাতিটি এসেছে বলে অনুমান করা হচ্ছে।

Scroll to Top