৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর কনভয় লক্ষ্য করে বোমাবাজি

High News Digital Desk:

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর কনভয় লক্ষ্য করে বোমাবাজি :

পঞ্চায়েতের বোর্ড-গঠনের দিন বিকেলেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ-র কনভয় লক্ষ্য করে বোমাবাজির ঘটনা ঘটল| বৃহস্পতিবার বিকেলে দিনহাটা ২ নম্বর ব্লকের নাজিরহাটের শালমারায় এই ঘটনা ঘটে| এই ঘটনায় অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে| তৃণমূলের পক্ষ থেকে ইতিমধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয়েছে| যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব| বিজেপির এক নেতার দাবি, এই ঘটনার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই| উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ শালমারায় এলে দলের কর্মী-সমর্থকরা কনভয় থেকে বোমা ছোড়ে| শান্ত শালমারাকে অশান্ত করে তোলার চেষ্টা করছে তৃণমূল| ঘটনার খবর পেয়েই সাহেবগঞ্জ থানার ওসি অ্যান্টনি হোড়ের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়| পঞ্চায়েতের বোর্ড-গঠন পর্ব শেষ হওয়ার পর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বিকেলে কর্মী-সমর্থকদের নিয়ে নাজিরহাটে যান| সেখানে যাওয়ার পথেই শালমারায় তাঁর কনভয়ের সামনে বোমাবাজি করা হয় বলে অভিযোগ| এদিন মন্ত্রী শালমারা যাওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার‌্য, দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী সহ অন্যান্য আধিকারিকরা|

Scroll to Top