৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

উডবার্ন থেকে সিসিইউয়ে স্থানান্তর করা হল মদন মিত্রকে

High News Digital Desk:

উডবার্ন থেকে সিসিইউয়ে স্থানান্তর করা হল মদন মিত্রকে:

মদন মিত্রকে পাঠানো হল এসএসকেএমের সিসিইউ অর্থাৎ ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে।মাঝরাতে আচমকা তীব্র শ্বাসকষ্ট ও বুকে ব্যথা। সোমবার থেকে এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে রাখা হয়েছিল তাঁকে। হাসপাতাল সূ্ত্রে খবর, বৃহস্পতিবার রাতে অবস্থার অবনতি হয় তৃণমূল বিধায়কের।শ্বাসকষ্ট বাড়ে, সঙ্গে খিঁচুনিও শুরু হয়। তাই রাতেই আইসিইউতে স্থানান্তর করা হয় তাঁকে।হাসপাতাল সূত্রে খবর, তাঁর নিউমোনিয়া ধরা পড়েছে। চিকিৎসকদের হস্তক্ষেপে দেহে অক্সিজেনের মাত্রা এখন স্থিতিশীল বলে জানা যাচ্ছে। যদিও তারপরেও কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে সিসিইউয়ে রেখে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সদা সতর্ক রয়েছে চিকিৎসকেরা। সোমবার হাসপাতালে ভর্তি হওয়ার পর মঙ্গলবার একাধিক পরীক্ষা করানোর জন্য তাঁকে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরীক্ষা করতে যাওয়ার সময় তৃণমূল বিধায়ক বলেন, ‘বুকে খুব ব্যথা। নিউমোনিয়ার সমস্যা রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। ১৫ দিন ধরে অ্যান্টিবায়োটিক খেয়েছি, লাভ হয়নি। সঠিক সময়ে হাসপাতালে না এলে কিছু হয়ে যেত। মুখ্যমন্ত্রীকে অসুস্থতার কথা বলি। তিনি অরূপকে বলে হাসপাতালে ভর্তির বন্দোবস্ত করেন। দলই আমাকে হাসপাতালে ভর্তি হতে বলেছে।’মঙ্গলবার সকাল পর্যন্ত তেমন সমস্যা ছিল না। শারীরিক পরীক্ষার পর জানা যায়, নিউমোনিয়ায় আক্রান্ত তিনি, তাঁর বুকে সংক্রমণ রয়েছে। অক্সিজেন, নেবুলাইজার দিয়ে চিকিৎসা চলছিল। তবে দুপুরের পর মদন মিত্রকে নিয়ে যাওয়া হয় বাঙ্গুর ইনস্টিটউট অফ নিউরোলজিতে। হাসপাতাল থেকে স্ট্রেচারে বের করার সময়ও তাঁকে কাশতে দেখা যায়। সেখানে এইচআর সিটি থোরাক্স  হয় বলে খবর। তার পর আবার ফিরিয়ে আনা হয় এসএসকেএমে। পর্যবেক্ষণে ছিলেন কামারহাটির দাপুটে নেতা।তিনি কামারহাটির তৃণমূল বিধায়ক। রাজ্যের প্রাক্তন মন্ত্রীও বটে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ‘কালারফুল বয়’-এর তকমা দিয়েছেন। এহেন মদন মিত্র সোমবার থেকে এসএসকেএম হাসপাতালে ভর্তি। তিনি নিউমোনিয়ায় ভুগছেন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। কিন্তু বৃহস্পতিবার রাতে তাঁর স্বাস্থ্যের অবনতি হয়।

Scroll to Top