- ইস্টবেঙ্গলে সই করলেন দুই বিদেশি ডিফেন্ডার জর্ডন এলসে এবং হোসে আন্তোনিও পারদো লুকাস
ইস্টবেঙ্গলে সই করলেন দুই বিদেশি ডিফেন্ডার জর্ডন এলসে এবং হোসে আন্তোনিও পারদো লুকাস। এ লিগের ক্লাব অ্যাডিলেড ইউনাইটেডের হয়ে ১২৪টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। স্প্যানিশ ফুটবলার পারদো স্পেনের একাধিক ক্লাবে খেলেছেন। লা লিগা ২-এ ৭০টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। নিউ ক্যাসল জেটস-এর হয়ে ৩৫টি ম্যাচ খেলেন তিনি। গত মরশুমে পার্থ গ্লোরির হয়ে খেলেন জর্ডন। সেখান থেকে ইস্টবেঙ্গলে আসছেন তিনি। স্পেনের ক্লাব এলডেন্সের হয়ে খেলেছেন গত মরশুমে। ইভান গনজালেজের পরিবর্তে নেওয়া হচ্ছে লুকাসকে। লাল-হলুদের রক্ষণ সামলাতে পারেন লুকাস ও জর্ডন। শনিবার সকালে ইস্টবেঙ্গলের তরফে আনুষ্ঠানিকভাবে এর ঘোষণা করা হয়েছে। ইমামি ইস্টবেঙ্গলের তরফে জানানো হয়েছে, নতুন দুই বিদেশি ফুটবলারের নির্বাচন করা হয়েছে হেড কোচ কার্লেস কুয়াদ্রাতের পরামর্শ মতো। দলের রক্ষণ সামলাতে এই দুই বিদেশি দলের সম্পদ হতে পারেন বলে মনে করছেন লাল হলুদ কোচ। ভারতীয় ফুটবলে পা রাখতে পেরে উচ্ছ্বসিত এলসে বলেছেন, “এই ঐতিহাসিক ক্লাবে পা রেখে আমি সম্মানিত বোধ করছি। সতীর্থদের সঙ্গে সাক্ষাতের জন্য মুখিয়ে রয়েছি। আশা করি সাফল্য পাব। ইস্টবেঙ্গলের সমর্থকদের ব্যাপারে অনেক কিছু শুনেছি। তাঁদের সামনে খেলার তর সইছে না।”









