৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

ইস্টবেঙ্গলের ব্রাজিলীয় স্ট্রাইকার ক্লেটন সিলভা শহরে এসে গেলেন ডার্বি ম্যাচে লাল-হলুদ জার্সিতে নামবেন?

High News Digital Desk:
  • ইস্টবেঙ্গলের ব্রাজিলীয় স্ট্রাইকার ক্লেটন সিলভা শহরে এসে গেলেন ডার্বি ম্যাচে লাল-হলুদ জার্সিতে নামবেন?

ইস্টবেঙ্গলের ব্রাজিলীয় স্ট্রাইকার ক্লেটন সিলভা  শহরে এসে গেলেন । ডুরান্ড কাপের জন্য লাল-হলুদ ২৬ জনের যে দল পাঠিয়েছে, তাতে রয়েছেন ক্লেটন। কুয়াদ্রাত ব্রাজিলীয় স্ট্রাইকারের ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন, ডার্বি ম্যাচের দিন সকালে এলে তাঁকে ব্যবহারও করতে পারেন।  ক্লেটন সিলভা ফিট রয়েছেন, সেটাও জানিয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ।  ক্লেটন সম্পর্কে খোঁজখবর রাখছিলেন কুয়াদ্রাত। গতবার দুরন্ত ফর্মে ছিলেন ক্লেটন। ১২টি গোল রয়েছে। ক্লেটনের সঙ্গে একবছর চুক্তি বাড়ায় ইস্টবেঙ্গল গতবারের তাঁর দুরন্ত পারফরম্যান্সের জন্য। লাল-হলুদের বর্ষসেরা ফুটবলারও ক্লেটন। এবার ভিসা সমস্যার জন্য তাঁর শহরে পৌঁছতে দেরি হয়। অবশেষে তিনি এলেন। এখন দেখার ইস্টবেঙ্গলের স্পেনীয় কোচ বিকেলে ব্যবহার করেন কিনা, তার হাতের অন্যতম সেরা অস্ত্রকে।

Scroll to Top