১৯ কার্তিক ১৪৩২ বুধবার ০৫ নভেম্বর ২০২৫
১৯ কার্তিক ১৪৩২ বুধবার ০৫ নভেম্বর ২০২৫

ইন্সটাগ্রামে আপত্তিকর পোস্ট, মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গ্রেফতার পড়ুয়া

প্রতিবেদক :অভিষেক সিংহ

কলকাতা : আরজি করের ঘটনায় উত্তাল গোটা পশ্চিমবঙ্গ। প্রতিবাদের ঢেউ ছড়িয়ে পড়েছে ভারতের অন্যান্য রাজ্যেও। সাগরপারেও পৌঁছে গিয়েছে ঘটনার অভিঘাত। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পোস্ট ছড়িয়ে পড়েছে। এই সব দেখে কলকাতা পুলিশ বারবার জানাচ্ছে, ভুল তথ্য না ছড়াতে। অপর দিকে, ছড়িয়ে পড়েছে নির্যাতিতার একাধিক ছবি সহ নাম-পরিচয়। আদালত এগুলোতেও কঠোর ভাবে নিষেধাজ্ঞা জারি করেছে।

এরই মধ্যে এবার রাজ্যের মুখ্যমন্ত্রীকে খুনের হুমকির অভিযোগ। গ্রেফতার করা হল অভিযুক্তকে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে আরজি করের ঘটনার প্রতিবাদে একাধিক পোস্ট করে সে। তার মধ্যে বেশকিছু পোস্টে নির্যাতিতার নাম-ছবি ছিল। বাকি পোস্টগুলিতেও মুখ্যমন্ত্রীকে নিয়ে খুবই খারাপ ধরণের মন্তব্য এবং খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয়।

সূত্র মারফত জানা যায়, অভিযুক্ত এক পড়ুয়া। দ্বিতীয় বর্ষের বিকমের ছাত্রী সে। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকে নিয়ে এ’রকম পোস্ট করার দায়ে গ্রেফতার করা হয়েছে তাকে। ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। ইন্সটাগ্রামে এই ধরনের পোস্ট করার পিছনে অভিযুক্ত ওই ছাত্রীকে কেউ প্ররোচনা দিচ্ছিল কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ।

Scroll to Top