৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

ইন্ডিয়া ৱুক অফ রেকডর্স-এ জায়গা করে নিলেন গঙ্গারামপুরের খুদে অরিজিত্

High News Digital Desk:

ইন্ডিয়া ৱুক অফ রেকডর্স-এ জায়গা করে নিলেন গঙ্গারামপুরের খুদে অরিজিত্ :-

নিজস্ব সংবাদদাতা: মাত্র ৩ মিনিট ১৮ সেকেন্ডে স্বামী বিবেকানন্দের ৫০টি বাণী ইংরেজিতে বলে ইন্ডিয়া ৱুক অফ রেকডর্স, ২০২৩-এ নাম নথিভুক্ত করে ফেললেন মাত্র ৬ বছরের খুদে অরিজিত্ পাল| অরিজিতের এই সাফল্যে ভীষণই খুশি তাঁর বাবা-মা ও পরিবার সহ আপামর গঙ্গারামপুরবাসী| গঙ্গারামপুর ব্লকের নীলডাঙ্গা এলাকার বাসিন্দা তথা স্থানীয় একটি বেসরকারি স্কুলে আপার কেজির ছাত্র অরিজিত্| এই খুদে ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী বলে জানিয়েছে পরিবার| সম্প্রতি ইন্ডিয়া ৱুক অফ রেকর্ডস, ২০২৩ প্রতিযোগিতার জন্য স্বামী বিবেকানন্দের ৫০টি বাণী মাত্র ৩ মিনিট ১৮ সেকেন্ডের মধ্যে ইংরেজিতে রেকর্ড করে পাঠায় অরিজিত্| স্বামী বিবেকানন্দের ৫০টি বাণী দ্রুত গতিতে বলতে সক্ষম হওয়ায় ইন্ডিয়া ৱুক অফ রেকর্ডস, ২০২৩ প্রতিযোগিতায় জয়লাভ করেছে এই খুদে| এরপরই অরিজিতের জন্য উদ্যোক্তাদের পক্ষ থেকে মেডেল, শংসাপত্র এবং উপহার পাঠানো হয়| আগামী দিনে এশিয়া ৱুক অফ রেকর্ডস এবং ওয়ার্ল্ড রেকর্ডের জন্য প্রস্তুত হচ্ছে ছোট্ট অরিজিত্|

Scroll to Top