ইন্ডিয়া বৈঠকে নয়, ইডির দফতরে হাজিরা দিলেন সাংসদ তথা তণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় :-
ইডির দফতরে সকাল ১১ টা বেজে ৩৪ মিনিটে পৌছলেন তণমূলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়| নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটতণমূলের শীর্ষ নেতার তলবকে কেন্দ্র করে গোটা সিজিও কমপ্লেক্স মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার আটোসাটো চাদরে| নিয়োগ কেলেঙ্কারিতে লিপস অ্যান্ড বাউন্সের যোগসহ বিভিন্ন বিষয়ে ইডি তলব করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে| অভিষেক যে কো-অর্ডিনেশন কমিটির সদস্য বিজেপি বিরোধী ইন্ডিয়া মহাজোট ইন্ডিয়া সেই কমিটির বৈঠক প্রথমবারের জন্য বসে| কিন্তু সেই দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি| এর আগেও একাধিকবার নাম না নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ওপর ক্ষোভ উগড়ে দিয়েছেন অভিষেক| এবার তাঁর পাশে এসে দাঁড়ালেন জোট শরিকও| কেন্দ্রের বিজেপি সরকারের তমুল সমালোচনা করেছেন শিবসেনা সঞ্জয় রাউত| শিবসেনা স্পষ্ট বলেন, আমরা তার জন্য একটি আসন ফাঁকা রেখেই বার্তা দিয়েছি যে,কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি ইন্ডিয়া সদস্যদের অপর অত্যাচার করছে| প্রসঙ্গত, কুন্তল ঘোষের চিঠিকে কেন্দ্র করে এই মামলায় প্রথমবার উঠে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম| কুন্তল অভিযোগ করেছিল, নিয়োগ দুর্নীতি মামলায় ইডি ও সিবিআই জোর করে তার নাম বলানোর চেষ্টা করেছে| সেক্ষেত্রে লিপস অ্যান্ড বাউন্ডস, সুজয়কৃষ্ণ ভদ্র সহ আরো বেশ কিছ বিষয় প্রশ্ন ইডি ৱুধবার করতে পারে ইডি সূত্রে খবর|মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলাটির শুনানি হয়| আবেদন শোনার পর বিচারপতি জানান, ইডি এই বিষয়ে আগেই মৌখিক প্রতিশ্রুতি দিয়েছে এবং তারা সেই প্রতিশ্রুতি এখনও পর্যন্ত পালন করেছে| তাই নতুন করে কোনও রক্ষাকবচের প্রয়োজন নেই অভিষেকের| এই প্রসঙ্গে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে টুইটার হ্যান্ডলে ৱুধবার সকালে একটি পোস্ট করা হয়| যেখানে এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে|