২৫ অগ্রহায়ণ ১৪৩২ বৃহস্পতিবার ১১ ডিসেম্বর ২০২৫
২৫ অগ্রহায়ণ ১৪৩২ বৃহস্পতিবার ১১ ডিসেম্বর ২০২৫

ইন্ডিগোর বিমান বিভ্রাট অব্যাহত, যাত্রীদের ভোগান্তিও চলছে

High News Digital Desk:

দেশের অন্যতম বৃহৎ বিমান সংস্থা ইন্ডিগোর বিমান বিভ্রাট মঙ্গলবারও অব্যাহত। ইন্ডিগোর উড়ান বাতিলের জেরে এদিন সকালেও দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের ভিড় দেখা গিয়েছে। একই অবস্থা ছিল বেঙ্গালুরু, মুম্বই এবং কলকাতা-সহ দেশের অন্যান্য বিমানবন্দরগুলিতেও।

আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দরেও যাত্রীদের ভোগান্তির ছবি ধরা পড়েছে। এক যাত্রী বলেন, শুধু অপেক্ষা আর অপেক্ষা করতে হচ্ছে। হেল্পলাইনে চেষ্টা করছি, কিন্তু সন্তোষজনক উত্তর পাইনি। এমতাবস্থায় যাত্রীদের পাশে রয়েছে ভারতীয় রেল। ইন্ডিগোর বিমান বিভ্রাটের মধ্যে, যাত্রীদের সুবিধার্থে বিশেষ ট্রেন চালাচ্ছে ভারতীয় রেল। রেলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন যাত্রীরা।

Scroll to Top