২১ কার্তিক ১৪৩২ শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫
২১ কার্তিক ১৪৩২ শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫

ইন্টার মায়ামির জার্সিতে প্রথম ট্রফিজয় লিওনেল মেসির

High News Digital Desk:
  • ইন্টার মায়ামির জার্সিতে প্রথম ট্রফিজয় লিওনেল মেসির

ইন্টার মায়ামির হয়ে তাঁর অভিষেক হয়েছে মাত্র মাস দু’য়েক আগে। এরই মধ্যে লিগ টেবিলের তলানিতে পড়ে থাকা দলকে চ্যাম্পিয়ন বানিয়ে দিলেন মেসি। স্রেফ দক্ষতা নাকি ম্যাজিক। স্রেফ সৌন্দর্য নাকি মন্ত্রমুগ্ধতা! লিওনেল মেসি, সেই ম্যাজিসিয়ানের নাম। নতুন ক্লাবের জার্সিতে সপ্তম ম্যাচেই ফুল ফোটালেন মেসি। শক্ত প্রতিপক্ষ নাশাভিলকে হারিয়ে মার্কিন মুলুকে লিগ কাপের খেতাব জিতল ইন্টার মায়ামি।সেটাও একটা রেকর্ড। লিগস কাপের ফাইনালে ন্যাশভিলের বিরুদ্ধে মাঠে নেমেছিল ইন্টার মায়ামি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পেনাল্টি শ্যুট আউটে ম্যাচ ন্যাশভিলকে পরাজিত করল ইন্টার মায়ামি। পেনাল্টিতে ন্যাশভিলকে হারিয়ে লিগস কাপ জিতল ইন্টার মায়ামি। নির্ধারিত সময়ে ১-১ স্কোরলাইনে ম্যাচ শেষ হওয়ার পর পেনাল্টিতে ১০-৯ ম্যাচ জিতে নেয় ইন্টার মায়ামি। এই নিয়ে সাত ম্যাচে ইন্টার মায়ামির হয়ে ১০ গোল করে ফেললেন মেসি। হয়ে গেলেন ইন্টারের সর্বকালীন তৃতীয় সর্বোচ্চ গোলদাতা। মায়ামির জার্সিতে এটি প্রথম খেতাব হলেও গোটা কেরিয়ারে এটি তাঁর ৪৪তম ট্রফি। সেটাও একটা রেকর্ড।


		
Scroll to Top