২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫
২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫

ইন্টার মায়ামিতেও ১০ নম্বর জার্সি পরেই খেলবেন মেসি

High News Digital Desk:

নিজস্ব সংবাদদাতা : ভারতীয় সময় অনুযায়ী ১৭ তারিখ ভোরবেলা ইন্টার মায়ামিতে লিওনেল মেসির পথচলা শুরু হল। মেসি বরণ করতে সেজে উঠেছিল ডিআরভি পিএনকে পার্ক স্টেডিয়াম। ইন্টার মায়ামির দুই মালিক ডেভিড বেকহ্যাম ও জর্জ মাস  আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির হাতে ১০ নম্বর জার্সি তুলে দিলেন। ২০২৫ সাল অবধি ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি হয়েছে লিওনেল মেসির। মেসি বলেন আমাকে সমর্থন করা প্রতিটা মানুষকে জানাই ধন্যবাদ। মায়ামিতে এসে আমি ভীষণ খুশি।  মাঠে নেমে মেজর লিগ উপভোগ করতে চাই। লড়াই করার ইচ্ছেটা আগের মতোই রয়েছে। আমি জিততে চাই। ক্লাবের উন্নতিতে সাহায্য করতে চাই।’ আগামী ২১ জুলাই ইন্টার মায়ামির প্রথম ম্যাচ রয়েছে। সেখানেই খেলার জন্য উদগ্রীব লিওনেল মেসির।

Scroll to Top