৪ পৌষ ১৪৩২ রবিবার ২০ ডিসেম্বর ২০২৫
৪ পৌষ ১৪৩২ রবিবার ২০ ডিসেম্বর ২০২৫

ইন্টারনেটের খরচ ভারতে কম, তথ্য-সহ দাবি সুকান্তর

High News Digital Desk:

প্রতি গিগাবাইট তথ্যে (ডেটা) ইন্টারনেটের খরচ ভারতে কম। মঙ্গলবার লেখচিত্রের মাধ্যমে এই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।

ওই লেখচিত্রে দেখা যাচ্ছে, ইন্টারনেটে প্রতি গিগাবাইটের (জিবি) জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে গুনতে হয় ৫১৩/-। এর পর কানাডা, জার্মানি ও মেক্সিকোয় এই খরচ যথাক্রমে ৪৫৯/-, ১৮৩/- ও ১৫৪/-। দক্ষিণ আফ্রিকা ও চিনে এই খরচ যথাক্রমে ১৫১/- ও ৩২/-। এই তালিকায় ৭টি দেশের মধ্যে সবচেয়ে কম ভারতে।

সুকান্তবাবু এদিন এক্সবার্তায় লিখেছেন, “ভারত বিশ্বের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ইন্টারনেট দেয়। প্রতি জিবিতে ₹১০ এর নিচে। সাশ্রয়ী মূল্যের ডেটা ডিজিটাল অন্তর্ভুক্তিকে ইন্ধন জুগিয়েছে। যার ফলে লক্ষ লক্ষ মানুষের জন্য ইন্টারনেট লভ্যতা একটি দৈনন্দিন বাস্তবতা হয়ে উঠেছে।”

Scroll to Top