করমণ্ডল দুর্ঘটনার ক্ষত এখনও টাটকা| তার মধ্যেই ফের রেল দুর্ঘটনার ছবি সামনে এলো| বারবার রেল দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারাচ্ছেন আমজনতা, যার জেরে মোদি সরকারকে কাঠগড়ায় তলছে বিরোধীরা|
গত বছরের ২ জুন বালেশ্বরে দুর্ঘটনার কবলে পড়েছিল করমণ্ডল এক্সপ্রেস| ২৯৫ জনের প্রাণ গিয়েছিল| আবারও সেই জুন মাসেই দুর্ঘটনার কবলে পড়ল আরও একটি দূরপাল্লার ট্রেন| বারবার ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ| কাঠগড়ায় মোদির প্রধানমন্ত্রীত্বাধীন সরকার| তবে শুধু এনডিএ সরকারের আমলেই নয়, ইউপিএ আমলেও একাধিক রেল দুর্ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশ| এক নজরে দেখে নেব, গত প্রায় ৪০ বছরের, বিপুল প্রাণহানির রেল দুর্ঘটনাগুলি-
৬ জুন,১৯৮১ – দুর্ঘটনাস্থল বিহার – ২৩৫ জনের মৃত্য
১৯৮৮ – দুর্ঘটনাস্থল কেরালার পেরুমান – দুর্ঘটনায় আইল্যান্ড এক্সপ্রেস – ১০৫ জনের মৃতু্য
২০ অগস্ট, ১৯৯৫ – পুরুষোত্তম এক্সপ্রেসে কালিন্দী এক্সপ্রেসের ধাক্কা – ৩৫৮ জনের মৃতু্য
২৬ নভেম্বর, ১৯৯৮ – দুর্ঘটনাস্থল পাঞ্জাব – গোল্ডেন টেম্পল মেলে ধাক্কা জম্বু-তাওয়াই এক্সপ্রেসের – ২১২জনের মৃতু্য
১৯৯৯- বধ-অসম এক্সপ্রেসের ধাক্কা ব্রহ্মপুত্র মেলকে – ২৮৫ জনের মৃতু্য
২৮ মে, ২০১০ – সরডিহায় নাশকতা – লাইনচুতো জ্ঞানেশ্বরী এক্সপ্রেস – ১৭০ জনের মৃতু্য
২৬ মে, ২০১৪ – মালগাড়ির সঙ্গে গোরখধাম এক্সপ্রেসের সংঘর্ষ – দুর্ঘটনাস্থল উত্তরপ্রদেশের সন্ত কবীর নগর – ২৫ জনের মৃতু্য
২০ মার্চ, ২০১৫ – লাইনচ্যত দেরাদুন-বারাণসী জনতা এক্সপ্রেস – ৩০ জনের মৃত্য
২০ নভেম্বর, ২০১৬ – দুর্ঘটনাস্থল উত্তরপ্রদেশ – লাইনচ্যত ইন্দোর-রাজেন্দ্রনগর এক্সপ্রেসের ১৪টি বগি – মৃত্য ১৫২ জনের
২১ জানুয়ারি, ২০১৭ – দুর্ঘটনাস্থল অন্ধ্রপ্রদেশ – হিরাখন্ড এক্সপ্রেস দুর্ঘটনা – ৪১ জনের মৃত্য
১৩ জানুয়ারি, ২০২২- নিউ ময়নাগুড়ি ও নিউ দোহমনি স্টেশনের মাঝে দুর্ঘটনা – লাইনচ্যত বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস – ৯ জনের মৃত্য
২ জুন , ২০২৩ – দুর্ঘটনাস্থল বালেশ্বর – মালগাড়িতে ধাক্কা করমণ্ডল এক্সপ্রেসের – মৃত্য ২৯৬ জনের
২৯ অক্টোবর, ২০২৩ – দুর্ঘটনাস্থল অন্ধ্রপ্রদেশ – বিশাখাপত্তনম-পালাসা প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে সংঘর্ষ বিশাখাপত্তনম-রায়গড় প্যাসেঞ্জার ট্রেনের – ১৪ জনের মৃত্য
বিগত কয়েক বছরে রেলের আলাদাভাবে কোনও বাজেট পেশ করা হয় না| ফলে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় বর্তমান বিরোধীরা মোদী সরকারের নীতিকেই কাঠগড়ায় তলছেন|









